সন্ধি

                                       সন্ধি

  • সন্ধি শব্দের অর্থ মিলন
  • বাংলা শব্দের সন্ধি দুই প্রকার – যথা ক) স্বরসন্ধি ও খ) ব্যঞ্জনসন্ধি
  • তৎসম শব্দের সন্ধি তিন প্রকার । যথা – ক) স্বরসন্ধি  খ) ব্যঞ্জনসন্ধি  ও গ) বিসর্গ সন্ধি
  • সন্ধি মানে ধ্বনিতে ধ্বনিতে মিলন ।
  • খাঁটি বাংলায় বিসর্গ সন্ধি নেই ।

                            স্বরসন্ধি = স্বরধ্বনি + স্বরধ্বনি

স্বাধীন = স্ব + অধীন

লঘূর্মি = লঘু + ঊর্মি

ভূর্ধ্ব = ভূ + ঊর্ধ

স্বল্প = সু + অল্প

তন্বী = তনু + ঈ

অন্বেষণ = অনু + এষণ

নায়ক = নৈ + অক

গায়ক = গৈ + অক

লবণ = লো + অন

শয়ন = শে + অন

পাবক = পৌ + অক

নাবিক = নৌ + ইক

ভাবুক = ভৌ + উক

গবেষণা = গো + এষণা

রবীন্দ্র = রবি + ইদ্র

জনৈক = জন + এক

দ্বৈপায়ন = দ্বীপ + আয়ন

উত্তমর্ণ = উত্তম + ঋণ

অতীব = অত + ইব

ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত

শীতার্ত = শীত + ঋত

প্রত্যেক = প্রতি + এক

পরীক্ষা = পরি + ঈক্ষা

নবোঢ়া = নব + ঊঢ়া

প্রত্যাবর্তন = প্রতি + আবর্তন

অত্যন্ত = অতি + অন্ত

সতীন্দ্র = সতী + ইন্দ্র

অভীষ্ট = অভি + ইষ্ট

বনৌষধি = বন + ওষুধি

ঢাকেশ্বরী = ঢাকা + ঈশ্বরী

ব্যর্থ = বি + অর্থ

অভ্যুদয় = অভি + উদয়

যথেষ্ট = যথা + ইষ্ট

বারীশ = বারি + ঈশ

অতীত = অতি + ইত

প্রৌঢ় = প্র + ঊঢ়

অর্ধেক = অর্ধ + এক

বহ্ন্যুৎসব = বহ্নি + উৎসব

শুভেচ্ছা = শুভ + ইচ্ছা

দৈনিক = দিন + এক

পর্যন্ত = পরি + অন্ত

পর্যালোচনা = পরি + আলোচনা 

ইত্যাদি = ইতি + আদি

যদ্যপি = যদি + অপি

মস্যাধার = মসী + আধার

নদ্যম্বু = নদী + অম্বু

গীতাঞ্জলি = গীত + অঞ্জলি

সপ্তর্ষি = সপ্ত + ঋষি

মন্বন্তর = মনু + অন্তর

                                    নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি

শুদ্ধোদন = শুদ্ধ + ওদন

 গবেন্দ্র = গো + ইন্দ্র

 গবেশ্বর = গো +ঈশ্বর

বিম্বোষ্ঠ = বিম্ব + ওষ্ঠ

 রক্তোষ্ঠ = রক্ত + ওষ্ঠ

 স্বৈরিণী = স্ব+ ঈরিণী

 কুলটা = কুল + অটা

প্রৌঢ় = প্র + ঊঢ়

গবাক্ষ = গো +অক্ষ

মার্তণ্ড = মার্ত + অণ্ড

সারঙ্গ = সার + অঙ্গ

স্বৈর = স্ব +ঈর

অক্ষৌহিণী = অক্ষ + ঊহিনী

সীমান্ত বা সীমন্ত = সীমন্ + অন্ত    

প্রেষণ = প্র + এষণ।

মনে রাখবেন যেভাবে: শুদ্ধোদন এর দুই ছেলে গবেন্দ্র ও গবেশ্বর

এর সাথে যথাক্রমে বিম্বোষ্ঠ ও রক্তোষ্ঠ দুই মেয়ের বিয়ে দেন।

বিয়ের কয়েকদিন না যেতেই স্বৈরিণী বউরা কুলটা নারী ও প্রৌঢ়

পুরুষদের সাথে গবাক্ষে বসে মার্তণ্ডর দিকে তাকিয়ে সারঙ্গ দৌঁড়

দেখছে। এই দেখে দুই ছেলে স্বৈরভাবে অক্ষৌহিণী দিয়ে সীমান্ত

প্রেষণ করে, যাতে বাইরের পুরুষরা না আসতে পারে।                                           

                                     বিসর্গ সন্ধি

নির্জন = নিঃ + জন

নিরস = নিঃ + রস

নিরব = নিঃ + রব

নিশ্চয় = নিঃ + চয়

ততোধিক = ততঃ + অধিক

মনোরম = মনঃ + রম

তিরোধান = তিরঃ + ধান

তপোবন = তপঃ + বন

দুর্যোগ = দুঃ + যোগ

আশীর্বাদ = আশীঃ + বাদ

নির্জন = নিঃ + জন

ধনুষ্টঙ্কার = ধনুঃ + কার

দুস্থ = দুঃ + থ

নিষ্কর = নিঃ + কর

বনস্পতি = বনঃ + পতি

সরোবর = সরঃ + বর

মনোযোগ = মনঃ + যোগ

চতুরঙ্গ = চতুঃ + অঙ্গ

অতএব = অতঃ + এব

প্রাতরাশ = প্রাতঃ + আশ

দুরবস্স্থা = দুঃ + অবস্থা

চতুষ্কোণ = চতু + কোণ

চতুষ্পদ = চতুঃ + পদ

দুশ্চিন্তা = দুঃ + চিন্তা

আবিষ্কার = আবিঃ + কার

পুরস্কার = পুরঃ + কার

নিঃশেষ = নিঃ + শেষ

দুর্জন = দুঃ + জন

নিচের শব্দগুলোর বিসর্গসন্ধি বিচ্ছেদের পরবর্তী শব্দের প্রথম বর্ণ ক/খ/ক্ষ/প/ফ/শ/স এই ৭টির

যেকোনো একটি বর্ণ থাকলে তার পূর্বে বিসর্গ (ঃ) লোপ পায় না।

দুঃশাসন = দুঃ + শাসন

দুঃস্বপ্ন = দুঃ + স্বপ্ন

মনঃক্ষুণ্ণ = মনঃ + ক্ষুণ্ণ

নিঃশেষ = নিঃ + শেষ

প্রাতঃকাল = প্রাতঃ + কাল

মনঃকষ্ট = মনঃ + কষ্ট

বয়ঃসন্ধি = বয়ঃ + সন্ধি

অধঃপতন = অধঃ + পতন

অতঃপর = অতঃ + পর

বহিঃপ্রকাশ = বহিঃ + প্রকাশ

নিঃস্ব = নিঃ + স্ব

ইতঃপূর্বে = ইতঃ + পূর্বে

অধঃপতন = অধঃ + পতন

অতি গুরুত্বপূর্ণ বিশেষ কিছু  বিসর্গ সন্ধি –

অহর্নিশ = অহঃ + নিশা

অহরহ = অহঃ + অহ

ভাস্কর = ভাঃ + কর

                               ব্যঞ্জন – সন্ধি

দিগন্ত = দিক্ + অন্ত

ণিজন্ত = ণিচ্ + অন্ত

ষড়ানন = ষট্ + আনন

ষড়ঋতু = ষট্ + ঋতু

বাগীশ = বাক্ + ঈশ

পরিচ্ছদ = পরি + ছদ

প্রচ্ছদ = প্র + ছদ

মুখচ্ছবি = মুখ + ছবি

উচ্ছেদ = উৎ + ছেদ

চলচ্চিত্র = চলৎ + চিত্র

উচ্চারণ = উৎ + চারণ

সচ্চরিত্র = সৎ + চরিত্র

কুজ্ঝটিকা = কুৎ + ঝটিকা

যাবজ্জীবন = যাবৎ + জীবন

বিপদজ্জনক = বিপদ + জনক

উচ্ছ্বাস = উৎ + শ্বাস

উড্ডীন = উৎ + ডীন

উদ্ধার = উৎ + হার

পদ্ধতি = পদ্ + হতি

উল্লেখ = উৎ + লেখ

উল্লাস = উৎ + লাস

উদ্যোগ = উৎ + যোগ

তন্ময় = তৎ + ময়

উন্নয়ন = উৎ + নয়ন

সঞ্চয় = সম্ + চয়

সম্মান = সম্ + মান

অহংকার = অহম্ + কার

সংকীর্ণ = সম্  + কীর্ণ

উজ্জ্বল = উৎ + জ্বল

সংখ্যা = সম্  + খ্যা

সংবাদ = সম্ + বাদ

সংলাপ = সম্ + লাপ

কিংবা = কিম্ + বা

সংযোগ = সম্ + যোগ

স্বয়ংবরা = স্বয়ম্ + বরা

রাজ্ঞী = রাজ্ + নী

ক্ষুৎপিপাসা = ক্ষুধ্ + পিপাসা

তৎসম = তদ্ + সম

ক্ষুন্নিবৃত্তি  = ক্ষুধ্ + নিবৃত্তি

সম্মান = সম্ + মান

উদ্বেগ = উৎ + বেগ

কৃষ্টি = কৃষ্ + তি

ষষ্ঠ = ষষ্  + থ

উজ্জ্বল = উৎ + জ্বল

সংখ্যা = সম্  + খ্যা

সংবাদ = সম্ + বাদ

সংলাপ = সম্ + লাপ

কিংবা = কিম্ + বা

সংযোগ = সম্ + যোগ

স্বয়ংবরা = স্বয়ম্ + বরা

রাজ্ঞী = রাজ্ + নী

ক্ষুৎপিপাসা = ক্ষুধ্ + পিপাসা

তৎসম = তদ্ + সম

ক্ষুন্নিবৃত্তি  = ক্ষুধ্ + নিবৃত্তি

সম্মান = সম্ + মান

উদ্বেগ = উৎ + বেগ

কৃষ্টি = কৃষ্ + তি

ষষ্ঠ = ষষ্  + থ

                      নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি

কিছু ব্যঞ্জন সন্ধি যেগুলো কোন নিয়ম মানে না সেগুলোকে

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি বলে।

বৃহস্পতি = বৃহৎ + পতি

বনস্পতি = বন + পতি

পরস্পর = পর + পর

তস্কর = তৎ + কর

একাদশ = এক + দশ

ষোড়শ = ষট + দশ

গোস্পদ = গো + পদ

মনীষা = মনস + ঈষা

আশ্চর্য = আ + চর্য

পতঞ্জলি = পতৎ + অঞ্জলি

দ্যুলোক = দিব + লোক

নাব্য = নৌ + য

গব্য = গো + য

মনে রাখার কৌশল:

বৃহস্পতি এবং বনস্পতি দুই ভাই। তারা পরস্পর তস্কর (চোর)।

বৃহস্পতি একাদশ এবং বনস্পতি ষোড়শ গোস্পদ (গরু) চুরি

করে। তাদের এই চুরির ঘটনা দেখে ফেলে বোম্বের নায়িকা

মনীষা। মনীষা বলে কি আশ্চর্য। সে এই চুরির বিচার প্রার্থনা করে

ব্যাকরণবিদ পতঞ্জলির কাছে। পতঞ্জলি বলে, তারা দ্যুলোকে

প্রবেশ করবে না। এ কথা সত্য সবাই নাব্য এবং গব্য অর্থ জানে

না।

                              অতি গুরুত্বপূর্ণ কিছু সন্ধি

মনীষা = মনস্ + ঈষা

সদ্যোজাত =  সদ্যঃ + জাত

সার্বভৌম = সর্বভূমি + ষ্ণ

উত্তীর্ণ = উৎ + তীর্ণ

সন্তান = সম্  + তান

মুক্ত = মুচ্ + ত

সংবিধান = সম্ + বিধান

স্বাধীনতা = স্ব + অধীনতা

ষোড়শ = ষট্ + দশ

সন্ধি = সম্ + ধি

মোড়ক = মুড়্ + অক

তদবধি = তৎ + অবধি

বিচ্ছেদ = বি + ছেদ

ষড়ানন = ষট্ + আনন

বিচ্ছিন্ন = বি + ছিন্ন

সংশপ্তক = সম্ + শপ্তক

বৃষ্টি  = বৃষ্ + তি

রান্না = রাঁধ্ + না

ইতস্তত = ইতঃ + ততঃ

দুরূহ = দুঃ + উহ্

বর্জন = বৃজ্ + অন

দর্শক = দৃশ্ + অক

কাঁদুনি = কাঁদ্ + উনি

নাজ্জামাই = নাত + জামাই

উপর্যুক্ত  = উপরি + উক্ত

বাগাড়ম্বর = বাক্ + আড়ম্বর

মৃদঙ্গ  = মৃৎ + অঙ্গ

শরচ্চন্দ্র = শরৎ + চন্দ্র

শুদ্ধোদন = শুদ্ধ + ওদন

পনির = পনি + এর

শুভেচ্ছা = শুভ + ইচ্ছা

জলৌকা = জল + ওকা

Scroll to Top