শতকরা

শতকরা [প্রাইমারিসহ সকল পরীক্ষার জন্য ]

১৩৩৪% এর মান কত ? উত্তরঃ ১১৮০
১৫০% এর ভগ্নাংশ কত ? উত্তরঃ ৩২
১২১২ % এর মান কত ? উত্তরঃ ১৮
৪৫ কে শতকরায় প্রকাশ করুন ? উত্তরঃ ৮০%
৩ : ৫ কে শতকরায় প্রকাশ করুন ? উত্তরঃ ৬০%
২০ এর ২০% = ? উত্তরঃ ৪
৫০ এর ১০% = ? উত্তরঃ ৫
০.২ এর ২০% = ? উত্তরঃ ০.০৪
২০০ টাকার ১২১২% = ? উত্তরঃ ২৫
৫৪০ টাকার ৮.৫% = ? ৪৫.৯

১। একটি বিদ্যালয়ে ৪৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৫২% ছাত্র । বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত ? উত্তরঃ ২১৬ জন
২। একটি ক্লাসে ৬৪০ জন ছাত্রছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? উত্তরঃ ৩৮৪ জন
৩। ২০টি কমলার ২০% পচা হলে, ভালো কমলার সংখ্যা কত? উত্তরঃ ১৬ টি
৪। কোন সংখ্যার ১২.৭৫ শতাংশ সমান ১৫৩? উত্তরঃ ১২০০
৫। ৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাশ করলে শতকরা কত জন পাশ করল? উত্তরঃ ৬০ জন
৬। একটি সংখ্যার ৩০% যদি ১৩৫ হয়, তবে সংখ্যাটির ১৫০% কত হবে? উত্তরঃ ৬৭৫
৮। কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল হয় ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত? উত্তরঃ ৭০
৯। কোন সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে ৬০ হবে। সংখ্যাটি কত? উত্তরঃ ২০০
১০। কোনো সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত? উত্তরঃ ৭৫
১১। একটি সংখ্যা থেকে সংখ্যাটির ৪০% বিয়োগ করলে ৩০ থাকে। সংখ্যাটি কত? উত্তরঃ ৫০
১২। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?উত্তরঃ ৫% [ হ্রাস – বৃদ্ধি সম্পর্কিত ম্যাথগুলো A + B + 100 , বৃদ্ধি হলে + বসাবেন এবং হ্রাস পেলে – বসাবেন ]
১৩। কোন বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে? উত্তরঃ ৩৬
১৪। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৫% বাড়ানো হলে ও এর প্রস্থ ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কি পরিবর্তন হবে? উত্তরঃ ৫০% বাড়বে
১৬। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? উত্তরঃ ৮% বৃদ্ধি
১৭। কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? উত্তরঃ ১২৫%
১৮। একটি শেয়ারের মূল্য গতকাল ২৫% বেড়ো গেলো। আজকে আবার ২৫% কমে গেলো। প্রকৃত বাড়া/কমার হার কত? উত্তরঃ ৬.২৫% কমে
১৯। একটি পরীক্ষায় ২৪% ছাত্র-ছাত্রী বিজ্ঞানে অকৃতকার্য হয় এবং ৪৩% ছাত্র-ছাত্রী গণিতে অকৃতকার্য হয়। যদি ১৫% ছাত্র- ছাত্রী উভয় বিষয়ে অকৃতকার্য হয়ে থাকে, তাহলে শতকরা কতজন ছাত্র-ছাত্রী উভয় বিষয়ে পাশ করেছে ? উত্তরঃ ৪৮% [ অন্তত ১ টি বিষয়ে ফেল/ অকৃতকার্য = ১ম বিষয়ে ফেল + ২য় বিষয়ে ফেল – উভয় বিষয়ে ফেল এবং উভয় বিষয়ে পাশ = মোট শিক্ষার্থী – অন্তত একটি বিষয়ে পাশ ]
২০। একটি ক্লাসের ৪০% ছাত্র বাংলায় এবং ২৫% ছাত্র অংকে এবং ১০% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ঐ ক্লাসের শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে? উত্তরঃ ৪৫%
২১। একটি পরীক্ষায় ৬০% গণিতে এবং ৭০% ইংরেজিতে পাশ করে। উভয় বিষয়ে ১৫% ফেল করলে উভয় বিষয়ে পাশ করে কত জন? উত্তরঃ ৪৫%
২২। কোনো পরীক্ষায় পরীক্ষার্থী ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে পাশ করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? উত্তরঃ ১০%
২২। কোন পরীক্ষায় ২০০ জনের মধ্যে ৭০% বাংলায়, ৬০ ইংরেজিতে এবং ৪০% উভয় বিষয়ে পাশ করে। উভয় বিষয়ে ফেল করে কত জন? উত্তরঃ ২০ জন [ অন্তত ১ টি বিষয়ে পাশ/ কৃতকার্য = ১ম বিষয়ে পাশ + ২য় বিষয়ে পাশ – উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল= মোট শিক্ষার্থী – অন্তত ১ টি বিষয়ে পাশ ]
২৩। কফিলাতলী হাইস্কুলে ৭০% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৮০% পরীক্ষার্থী বাংলায় পাশ করে। উভয় বিষয়ে ফেল করেছে ১০%, যদি উভয় বিষয়ে ৩৬০ জন পাশ করে তবে ঐ স্কুলে কত জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে? উত্তরঃ ৬০০ জন
২৪। কোন শহরের বর্তমান জনসংখ্যা ৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা ২৫ জন হলে, ২ বছর পর শহরের জনসংখ্যা কত হবে? উত্তরঃ ৬২৫০০০ জন
২৫। একটি প্রতিযোগীতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে? উত্তরঃ ১৫০ জন
২৬। চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? উত্তরঃ ১১(১/৯)% [ ব্যবহার বৃদ্ধি = ( মূল্য হ্রাস x ১০০)/( ১০০- মূল্য হ্রাস) % ]
২৭। যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? উত্তরঃ ২০% [ ব্যবহার হ্রাস = ( মূল্য বৃদ্ধি x ১০০)/( ১০০ + মূল্য হ্রাস) % ]
২৭। চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত ছিল ? উত্তরঃ ২৫ টাকা
২৮। একটি বইয়ের মূল্য ২৫ টাকা, যা প্রকৃত মূল্যের ৮০%। বাকি মূল্য সরকারকে ভর্তুকি দিলে এর পরিমাণ কত? উত্তরঃ ৬.২৫ টাকা
২৯। একটি গণিত বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় হলো বইটির প্রকৃত মূল্য কত? উত্তরঃ ৯০ টাকা
৩০। একটি পাঠ্যবই প্রকৃত মূল্যের শতকরা ৯০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃতমূল্য কত? উত্তরঃ ৮০ টাকা
৩১। একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি ও পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা? উত্তরঃ ১৪৪ টাকা
৩২। একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ৬০% ভোট পেয়ে একজন প্রার্থী নিবার্চিত হয়েছেন। তিনি ঐকমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কত জন ভোটার উপস্থিত ছিল? উত্তরঃ ৩৭৫০০ জন
৩৩। চিনির মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনির ব্যবহার এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি ব্যবহার শতকরা কত কমালো? উত্তরঃ ১৬২৩%
৩৪। একটি কম্পিউটারবিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশ গ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশ গ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে? উত্তরঃ ৬০ জন
৩৫। ইকবাল সাহেবের আয় ও ব্যয়ের অনুপাত ২০:১৫ হলে মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? উত্তরঃ ২৫ ভাগ

Scroll to Top