রিয়েল ভাইভা – জীব বিজ্ঞান

১৭ তম নিবন্ধন সহকারী শিক্ষক ( জীব বিজ্ঞান) ভাইবাতে আমাকে যা প্রশ্ন করা হয়েছিলো।
ভাইভা বোর্ডে ৩ জন ছিলেন।

প্রশ্ন১: আপনার নাম কি? নিজ জেলার নামকরণ সমন্ধে বলুন।
প্রশ্ন২: কোথায় পড়ালেখা করেছেন?
প্রশ্ন৩: সুন্দরবনের বাস্তুতন্ত্র সমন্ধে বলুন।
প্রশ্ন৪: ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন?
প্রশ্ন৫: করোটিক স্নায়ু কী? এগুলোর নাম সিরিয়ালি বলুন।
প্রশ্ন৬:সাইটোকাইনেসিস কী? সাইটোপ্লাজম ও প্রোটোপ্লাজম সমন্ধে বলুন।
প্রশ্ন৭: অ্যানিলিডা পর্বের সনাক্তকারী বৈশিষ্ট্য বলুন।

ঠিক আছে আপনি এখন আসুন।

মো: ময়নুল ইসলাম
সহকারী শিক্ষক( জীববিজ্ঞান)
ব্যাচ: ১৭ তম। ( ফেসবুক থেকে )

Scroll to Top