NTRCA Viva Mark
১৮ তম শিক্ষক নিবন্ধনের ভাইভা টিপস :
শিক্ষক নিবন্ধনের ভাইভা মূলত ‘২০ মার্কস’ এর হয়ে থাকে। এর মধ্যে ‘২০ মার্কস’ আবার দুভাগে বিভক্ত:
১. একাডেমিক রেজাল্ট – ১২
২. ড্রেস কোড + প্রশ্নোত্তর- ০৮
সর্বমোট মার্কস- ২০
১. একাডেমিক রেজাল্টের ‘১২ মার্কস’ আবার ৩ ভাগে বিভক্ত:
ক) এসএসসি রেজাল্ট – ০৪
খ) এইচএসসি রেজাল্ট- ০৪
গ) গ্রাজুয়েশন রেজাল্ট- ০৪
মোট মার্কস- ১২
[N.B.যদি ফার্স্ট ক্লাস থাকে তাহলে প্রতিটিতে পাবেন ৪ মার্কস করে, আর যদি সেকেন্ড ক্লাস থাকে তাহলে ৩ মার্কস করে এবং যদি থার্ড ক্লাস থাকে তাহলে পাবেন ২ মার্কস করে।]
২. ড্রেস কোড, বাচনভঙ্গি ও পারফর্মেন্স + প্রশ্নোত্তর এর ‘০৮ মার্কস’ আবার ২ ভাগে বিভক্ত:
ক) ড্রেস কোড- ০৪
খ) প্রশ্নোত্তর – ০৪
মোট মার্কস- ০৮
[N.B.যদি ড্রেস কোড, বাচনভঙ্গি ও পারফর্মেন্স খুব ভালো হয় তাহলে ০৩ ± মার্কস পাবেন এবং যদি প্রশ্নোত্তর ও ড্রয়িং এ ভালো হয় তাহলে পাবেন ০৩ ± মার্কস পাবেন।]
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পাস করতে হলে আপনাকে অবশ্যই ২০ মার্কস এর মধ্যে তে ৪০% এবং (ড্রেস কোড, বাচনভঙ্গি ও পারফর্মেন্স + প্রশ্নোত্তর ) এর ‘০৮ মার্কস’ এর ৪০% পেতেই হবে।