কাজী নজরুল ইসলাম
১। প্রশ্নঃ কাজী নজরুল কবে, কোথায় জন্মগ্রহণ করেন? উত্তরঃ ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ (২৪ মে ১৮৯৯) খ্রি:) চুরুলিয়া গ্রাম, আসানসোল, বর্ধমান পশ্চিমবঙ্গ।
২। প্রশ্নঃ তিনি মৃত্যুবরণ করেন কবে?
উত্তরঃ ২৯ আগষ্ট, ১৯৭৬; ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ।
৩। নজরুল কবে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন – ১৯৪২সালের ১০ ই অক্টোবর ৪৩বছর বয়সে ।
৪। নজরুলকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি. লিট উপাধি দেয় ? – ১৯৭৪সালে
৫। রবীন্দ্রভারতী কবে ডি. লিট উপাধি দেয় -১৯৬৯সালে
৬। ভারত সরকার তাঁকে কবে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন ? – ১৯৬০
৭। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে থাকে জগত্তারিণী পুরস্কার প্রদান করেন ? – ১৯৪৫সালে ।
৮। কত সালে নজরুল ২১শে পদক পান ? – ১৯৭৬সালে‘।
৯। কতসালে তিনি স্বাধীনতা পুরস্কার পান ? – ১৯৭৭সালে
১০। বিবিসির বাংলা বিভাগ কর্তৃক জরিপকৃত (২০০৪) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুলের অবস্থান কত ? – ৩য়
১১। নজরুল কতবার ঢাকায় আসেনে ? – ১৩বার । প্রথম ১৯২৬
১২। নজরুল কত বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন ? – ৫বার
১৩। নজরুল কোন চলচ্চিত্রে নারদ চরিত্রে অভিনয় করেন ? – ধ্রুব
১৪। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী? উত্তরঃ ব্যথার দান (প্রকাশ: ফেব্রুয়ারি ১৯২২)।
১৫। প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত রচনার নাম কী? উত্তরঃ বাউন্ডেলের আত্মকাহিনী (প্রকাশ: জ্যৈষ্ঠ ১৩২৬; সওগাত)।
১৬। প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী? উত্তরঃ মুক্তি (প্রকাশ: শ্রাবণ ১৩২৬)।
১৭। প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত গল্পের নাম কী? উত্তরঃ বাউন্ডেলের আত্মকাহিনী (প্রকাশ: জ্যৈষ্ঠ ১৩২৬)।
১৮। প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী? উত্তরঃ অগ্নি-বীণা (সেপ্টেম্বর, ১৯২২)।
১৯। প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? উত্তরঃ বাঁধনহারা (১৯২৭)।
২০। প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কী? উত্তরঃ তুর্কমহিলার ঘোমটা খোলা (প্রকাশ: কার্তিক ১৩২৬)।
২১৷ প্রশ্নঃ নজরুলের প্রথম প্রবন্ধগ্রন্থ কোনটি উত্তরঃ যুগবাণী (অক্টোবর ১৯২২)।
২২। প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত নাটকের নাম কী? উত্তরঃ ঝিলিমিলি (১৩৩৪,নওরোজ)।
২৩। প্রশ্নঃ নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থের নাম কী? উত্তরঃ বিষের বাঁশী (প্রকাশ: আগষ্ট ১৯২৪/ বাজেয়াপ্ত: ২৪ অক্টোবর ১৯২৪)
২৪। নজরুলকে কবে বাংলাদেশের সরকার নাগরিকত্ব প্রদান করে ? – ১৯৭৬সালের ১৮ই ফেব্রুয়ারী
২৫। ভোর হল দোর খোল খুকু মণি উঠো রে —- পঙক্তিটি কার লেখা ? – কাজী নজরুল ইসলাম ।
২৬। বাংলা সাহিত্যের মুক্তক ছন্দের প্রবর্তক কে? – কাজী নজরুল ইসলাম।
২৭। কাজী নজরুলে বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? – ময়মনসিংহের ত্রিশালে
২৮। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত ? – বাংলা একাডেমিতে
২৯। বিশ্বকে দেখবো আমি আপন হাতের মুঠায় করে পঙক্তিটি কার লেখা ?
৩০। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে শোকার্ত কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি লিখেছিলেন? – রবি-হারা
৩১। কাজী নজরুল ইসলাম রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি? -নির্ঝর
৩২ ।ঝিঙেফুল ও সাতভাই চম্পা কি? – কাজী নজরুলের ছোটদের কাব্যগ্রন্থ
৩৩। কাজী নজরুল ইসলাম সম্পাদিত তিনটি পত্রিকার নাম কী? উত্তরঃ ধূমকেতু (১৯২২), লাঙ্গল (১৯২৫), দৈনিক নবযুগ (১৯৪১)
৩৪ । বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে , মিথ্যাকে , মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে ‘’’– কার কথা? – –কাজী নজরুল ইসলামের।
৩৫।–কাজী নজরুল ইসলামের ৩টি অনুবাদ গ্রন্থ– কাব্যে আমপারা , রুবাইয়াত্ -ই- হাফিজ, রুবাইয়াত্ -ই- ওমর খৈয়াম।
৩৬। ব্যথারদান , রিক্তের বেদন ও শিউলিমালা এগুলো কি? – গল্পগ্রন্থ
৩৭। বিয়ের পর নজরুলের স্ত্রী আশালতা সেন গুপ্তের নাম রাখা হয় – প্রমীলা
৩৮। চল্ চল্ চল্ সঙ্গীতকে কবে বাংলাদেশ পদাতিক বাহিনীর ‘রণসঙ্গীত’ হিসেবে গ্রহণ করা হয় ? – ১৯৯৬সালে।
৩৯। নজরুল প্রতিভা কার লেখা ? – কাজী আবদুল ওয়াদুদ।
৪০। কাজী নজরুল ইসলাম কবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথেসাক্ষাত্ করেন ? – ১৯২১সালের অক্টোম্বর মাসে
৪১। নজরুলের গজলগুলোকে বলা হয় – নজরুলিয়া । (তিনিই প্রথম বাংলা গজল লেখেন। )
আরো জেনে নিন –
১. বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
২. কাজী নজরুল ইসলাম কত সালে এবং কোথায় জন্মগ্রহণ
করেন?
উত্তর: তিনি জন্মগ্রহণ করেন ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ (২৪ মে
১৮৯৯) খ্রি:) চুরুলিয়া গ্রাম, আসানসোল, বর্ধমান পশ্চিমবঙ্গ।
৩. কাজী নজরুল ইসলামের পিতা-মাতার নাম কি?
উত্তর: নজরুলের পিতার নাম, কাজী ফকির আহমেদ এবং মাতার
নাম জাহেদা খাতুন।
৪. কাজী নজরুল ইসলামের দাম্পত্য সংগী কে ছিলেন?
উত্তর: নার্গিস আসার খানম এবং প্রমিলা দেবী(বিয়ের পর
নজরুলের স্ত্রী আশালতা সেন গুপ্তের নাম রাখা হয় প্রমীলা)।
৫. বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে ?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
৬. কাজী নজরুল ইসলামের জাতীয়তা লিখ?
উত্তর: ব্রিটিশ ভারতীয় (১৮৯৯-১৯৪৭), ভারতীয় (১৯৪৭-১৯৭৬),
বাংলাদেশী (১৯৭২-১৯৭৬)।
৭. কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: ২৯ আগষ্ট, ১৯৭৬; ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ।
৮. কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে
ফেলেন ?
উত্তর: চল্লিশ বছর বয়সে।
৯. সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসেবে নজরুলকে কলকাতা
থেকে ঢাকায় আনয়ন করা হয় কত সালে?
উত্তর: ১৯৭২সালের ২৪মে।
১০. নজরুলকে কবে বাংলাদেশের সরকার নাগরিকত্ব প্রদান করে
?
উত্তর: ১৯৭৬সালের ১৮ই ফেব্রুয়ারী ।
১১. ‘ সৈনিক কবি’ কে ?
উত্তর: কাজী নজরুল ইসলাম ।
১২. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি ?
উত্তর: বাউণ্ডূলের আত্নকাহিনী ।
১৩. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ?
উত্তর: অগ্নিবীণা।
১৪. কাজী নজরুল ইসলামের ‘ অগ্নিবীণা’ কাব্যটি প্রকাশিত হয়
কত সালে?
উত্তর: ১৯২২ সালে ।
১৫. কাজী নজরুল ইসলামের ‘ অগ্নিবীণা’কাব্যের প্রথম কবিতা
কোনটি ?
উত্তর: প্রলয়োল্লস।
১৬. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘
অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ হয় ?
উত্তর: রক্তাম্বর ধারিণী মা ।
১৭. কাজী নজরুল কত বছর বয়সে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত
হন ?
উত্তর: ১৯৪২সালের ১০ ই অক্টোবর ৪৩বছর বয়সে ।
১৮. কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে
কবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে?
উত্তর: ১৯৭২সালের ২৪মে।
১৯. কাজী নজরুল ইসলামকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি. লিট
উপাধি দেয় ?
উত্তর: ১৯৭৪ সালে।
২০. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কবে নজরুলকে ডি. লিট উপাধি
দেয় ?
উত্তর: ১৯৬৯সালে।
২১. ভারত সরকার নজরুলকে কবে পদ্মভূষণ উপাধিতে ভূষিত
করেন ?
উত্তর: ১৯৬০ সালে।
২২. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে নজরুল ইসলামকে জগত্তারিণী
পুরস্কার প্রদান করেন ?
উত্তর: ১৯৪৫সালে ।
২৩. কাজী নজরুল ইসলাম কত সালে ২১শে পদক পান ?
উত্তর: ১৯৭৬সালে।
২৪. কতসালে নজরুল স্বাধীনতা পুরস্কার পান ?
উত্তর: ১৯৭৭ সালে।
২৫. বিবিসির বাংলা বিভাগ কর্তৃক জরিপকৃত (২০০৪) সর্বকালের
সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুলের অবস্থান কত হয়েছিল?
উত্তর: ৩য়।
২৬. ‘ বিদ্রোহী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন
কাব্যগ্রন্থের অন্তর্গত ?
উত্তর: অগ্নিবীণা।
২৭. ‘ কান্ডারী হুসিয়ার ‘ কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত ?
উত্তর: অগ্নিবিনা।
২৮. ‘ দারিদ্র্য’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ?
উত্তর: সিন্ধু হিন্দোল ।
২৯. ‘ সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন ?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
৩০. কাজী নজরুল ইসলাম ‘ সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসগ
করেছিলেন ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ।
৩১. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি ?
উত্তর: ধূমকেতু।
৩২. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ
করেন ?
উত্তর: আনন্দময়ীর আগমন ।
৩৩. কাজী নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?
উত্তর: বাঁধনহারা (১৯২৭)।
৩৪. কাজী নজরুলের প্রথম প্রবন্ধগ্রন্থ কোনটি?
উত্তর: যুগবাণী (অক্টোবর ১৯২২)।
৩৫. কাজী নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কী?
উত্তর: তুর্কমহিলার ঘোমটা খোলা (প্রকাশ: কার্তিক ১৩২৬)।
৩৬. নজরুলের প্রথম প্রকাশিত নাটকের নাম কী?
উত্তর: ঝিলিমিলি (১৩৩৪, নওরোজ)।
৩৭. নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থের নাম কী?
উত্তর: বিষের বাঁশী (প্রকাশ: আগষ্ট ১৯২৪/ বাজেয়াপ্ত: ২৪
অক্টোবর ১৯২৪)।
৩৮. বাংলা কাব্যে সর্বপ্রথম কে প্রচুর পরিমাণে আরবি ও ফারসি
শব্দের ব্যবহার করেন ?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
৩৯. কাজী নজরুল ইসলামের ‘ মৃত্যুক্ষুধা’ উপন্যাসের পটভুমি কি
?
উত্তর: নদীয়ার চাঁদ সড়কের জনজীবন।
৪০. বাংলা সাহিত্যের মুক্তক ছন্দের প্রবর্তক কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
৪১. নজরুল মঞ্চ কোথায় অবস্থিত ?
উত্তর: বাংলা একাডেমিতে।
৪২. ‘ চক্রবাক’ কার রচনা ?
উত্তর: নজরুলের রচনা।
৪৩. কাজী নজরুল ইসলামের ‘ বুলবুল’ কি ধরনে গ্রন্থ ?
উত্তর: গানের বই ।
৪৪. কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ কয়টি?
উত্তর: ২৩টি ।
৪৫. কাজী নজরুল ইসলাম রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: নির্ঝর।
৪৬. কাজী নজরুল ইসলাম সম্পাদিত তিনটি পত্রিকার নাম কী?
উত্তর: ধূমকেতু (১৯২২), লাঙ্গল (১৯২৫), দৈনিক নবযুগ (১৯৪১)
।
৪৭. নজরুল ইসলামের ‘পদ্মখরো’ গল্পের নায়িকা কে ?
উত্তর: জোহরা।
৪৮. কাজী নজরুল ইসলামের ‘ সাম্যবাদী’ কবিতাটি প্রথম কোন
পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তর: লাঙ্গল পত্রিকায়।
৪৯. ‘ সর্বহারা’ কাব্যের লেখক কে ?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
৫০. কাজী নজরুল ইসলামের ‘ ছায়ানট’ কি ধরনের গ্রন্থ ?
উত্তর: কাব্যগ্রন্থ।
৫১. ‘ বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কবিতাটি কে রচনা করেন
?
উত্তর: নজরুল ইসলাম।
৫২. কাজী নজরুল ইসলামের ৩টি অনুবাদ গ্রন্থ এর নাম লিখ?
উত্তর: কাব্যে আমপারা , রুবাইয়াত্ -ই- হাফিজ, রুবাইয়াত্ -ই-
ওমর খৈয়াম।
৫৩. চল্ চল্ চল্ সঙ্গীতকে কবে বাংলাদেশ পদাতিক বাহিনীর
‘রণসঙ্গীত’ হিসেবে গ্রহণ করা হয় ?
উত্তর: ১৯৯৬সালে।
৫৪. ‘ খেয়া পারের তরণী’ কবিতার কবি কে ?
উত্তর: নজরুল ইসলাম।
৫৫. কাজী নজরুল ইসলামকে কত সালে ভারত থেকে স্থায়ীভাবে
বাংলাদেশে আনা হয় ?
উত্তর: ১৯৭৪ সালে ।
৫৬. ‘ বল বীর চির উন্নত মম শির’ – কার উক্তি ?
উত্তর: কাজী নজরুল ইসলামের।
৫৭. ‘ভোর হল দোর খোল খুকু মণি উঠো রে’ —- পঙক্তিটি কার
লেখা ?
উত্তর: নজরুল ইসলামের।
৫৮. ‘বিশ্বকে দেখবো আমি আপন হাতের মুঠায় করে’ পঙক্তিটি
কার লেখা ?
উত্তর: নজরুল ইসলামের।
৫৯. ‘ গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু
মহীয়ান ।‘- উক্তিটি কার ?
উত্তর: কাজী নজরুলের।
৬০. ‘ রুদ্রমংল’কার লেখা ?
উত্তর: কাজী নজরুল ইসলাম ।
৬১. ‘ দুর্গম গিরা কান্তার মরু দুস্তর পারাবার হে’গানটির রচয়িতা
কে?
উত্তর: কাজী নজরুল ইসলামের।
৬২. ‘ বিষের বাঁশি’কে রচনা করেন ?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
৬৩. কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম কি?
উত্তর: ধ্রুব।
৬৪. ‘’বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর / অর্ধেক তার
করিয়াছে নারী অর্ধেক তার নর’’কবিতাংশটি কোন কবির লেখা ?
উত্তর: নজরুল ইসলামের।
৬৫. ‘ নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে’ত্রাসে কেঁপে তরণীর পাপী
যত নিঃস্বে’ । কবিতাংশটি কোন কবির ?
উত্তর: নজরুলের।
৬৬. নজরুল প্রতিভা কার লেখা ?
উত্তর: কাজী আবদুল ওয়াদুদ।
৬৭. কাজী নজরুল ইসলাম কবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে
সাক্ষাত করেন ?
উত্তর: ১৯২১সালের অক্টোম্বর মাসে।
৬৮. কাজী নজরুল ইসলাম কতবার ঢাকায় আসেনে ?
উত্তর: ১৩বার, প্রথমবারের মতো এসেছিলেন ১৯২৬ সালে।
৬৯. কাজী নজরুল ইসলাম কত বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন
?
উত্তর: ৫বার।
৭০. মুসলিম ও হিন্দু এতিহ্যকে একীভূত করার উদ্দেশ্যে কাজী
নজরুল তাঁর ছেলের নাম কী রাখেন?
উত্তর: কৃষ্ণ-মোহাম্মদ।
৭১. ‘যাকে হাত দিয়ে মালা দিতে পার নি’- এই বিখ্যাত গানের
চরণটি নজরুল কাকে উদ্দেশ্য করে রচনা করেছেন?
উত্তর: নার্গিসকে।
৭২. নার্গিসের বাড়ি কোথায়?
উত্তর: কুমিল্লা জেলার দৌলতপুরে।
৭৩. কাজী নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায়
প্রকাশিত হয়?
উত্তর: বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়।
৭৪. কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থটি
উৎসর্গ করেন?
উত্তর: সঞ্চিতা।
৭৫. কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি?
উত্তর: শিউলীমালা।
৭৬. কাজী নজরুল ইসলামের তিনটি নাটকের নাম লিখ?
উত্তর: ঝিলমিলি, আলেয়া, পুতুলের বিয়ে ।
৭৭. নারী কবিতাটি কে লিখেছেন ?
উত্তর: নজরুলের লেখা।
৭৮. বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
৭৯. কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে কত নং বাঙালি পল্টনে
যোগ দেন?
উত্তর: ৪৯ নং।
৮০. কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে কী নামে পরিচিত?
উত্তর: বিদ্রোহী কবি।
৮১. রবীন্দ্রনাথ তাঁর কোন গীতিনাট্য কাজী নজরুল ইসলামকে
উৎসর্গ করেন?
উত্তর: বসন্ত।
৮২. অগ্নিবীণা কাব্যগ্রন্থ নজরুল কাকে উৎসর্গ করেন ?
উত্তর: বারীন্দ্র কুমার ঘোষকে।
৮৩. বাঁধন হারা উপন্যাস নজরুল কাকে উৎসর্গ করেন ?
উত্তর: নলিনীকান্ত সরকারকে।
৮৪. কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয় ?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে।
৮৫. প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
∆কাজী নজরুল ইসলামের ৩টি ১.অনুবাদ গ্রন্থ সমূহ∆
২.দীওয়ান-ই-হাফিজ
৩.রুবাইয়াত-ই-হাফিজ
৪.রুবাইয়াত্-ই-ওমর খৈয়াম
∆কাজী নজরুল ইসলামের উপন্যাস সমূহ∆
১.কুহেলিকা(১৯৩১)
২.বাঁধনহারা(১৯২৭)
৩.মৃত্যুক্ষুধা(১৯৩০)
৪.জীবনের জয়যাত্রা (১৯৩৯)
কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ সমূহ
১.অগ্নিবীণা(১৯২২)
২.চক্রবাক(১৯২৯)
৩.চিত্তনামা
৪.জিঞ্জির
৫.ছায়ানট
৬.ছিঙেফুল
৭.দোলনচাঁপা(১৯২৩)
৮.ঝড়
৯.নতুন চাঁদ
১০.নির্ঝর
১১.পুবের হাওয়া
১২.প্রলয়শিখা
১৩.ফণি-মনসা(১৯২৭)
১৪.বিষের বাঁশি(১৯২৪)
১৫.ভাঙার গান
১৬.মরুভাস্কর(১৯৫১)
১৭.সাম্যবাদী(১৯২৬)
১৮.সিন্ধু-হিন্দোল(১৯২৭)
১৯.শেষ সওগাত
২০.সন্ধ্যা
২১.সর্বহারা(১৯২৬)
কাজী নজরুল ইসলামের গল্প সমূহ:
১.ব্যাথার দান(১৯২২)
২.আখ্যান
৩.রিক্তের বেদন(১৯২৪)
৪.শিউলিমালা(ছোট গল্প)
৫.হক সাহেবের হাসির গল্প
∆কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সমূহ∆
১.দুর্দিনের যাত্রী
২.যুগবাণী
৩.রাজবন্দীর
৪.জবানবন্দি
৫.রুদ্রমঙ্গল
কাজী নজরুল ইসলামের নাটক সমূহ
১.ঝিলিমিলি
২.মধুমালা
৩.ঝড়
৪.পিলে পটকা পুতুলের বিয়ে
৫.পুতুলের বিয়ে
৬.আলেয়া
কাজী নজরুল ইসলামের ছদ্মনাম :-
১) “নুরু”
২) “নরু”
৩)”তারাক্ষাপা”
৪) “নজরুল এছলাম”
৫) “মোহম্মদ লোক হাসান”
৬) “বাগনান”
৭) “কহ্লন মিশ্র”
৮) “ধূমকেতু”
কাজী নজরুল ইসলামের উপাধি :-
১) “বিদ্রোহী কবি”
২) “সাম্যবাদী কবি”
৩) “মানুষের কবি”
৪) “যুগের কবি”
৫) “বুলবুল”
৬) “গাজী আব্বাস বিটকেল”
৭) “ব্যাঙাচি কবি”
৮) “মৈত্রীর কবি”
৯) “হাবিলদার কবি”
কাজী নজরুল ইসলামের ছোটবেলার ডাকনাম :-
“দুখু মিঞা”।
কাজী নজরুল ইসলামের-
✅ প্রথম প্রকাশিত কবিতা – মুক্তি।
✅ প্রথম প্রকাশিত গল্প – বাউন্ডেলের আত্মকাহিনী।
✅ প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ – ব্যথার দান।
✅ প্রথম প্রকাশিত কাব্য – অগ্নি-বীণা।
✅ প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ – যুগবাণী।
✅ প্রথম প্রকাশিত নাটক – ঝিলিমিলি।
✅ প্রথম প্রকাশিত উপন্যাস – বাঁধন-হারা।
✅ বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস – বাঁধন-হারা।
জসীম উদ্দিন
জসীমউদ্দীন (জানুয়ারি ১, ১৯০৩ – মার্চ ১৩, ১৯৭৬) একজন বিখ্যাত বাঙালি কবি। তিনি বাংলাদেশে ‘পল্লী কবি’ হিসেবে পরিচিত। তাঁর লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় অবদান। পুরো নাম জসীমউদ্দীন মোল্লা হলেও তিনি জসীম উদ্ দীন নামেই পরিচিত। নকশী কাঁথার মাঠ কবির শ্রেষ্ঠ রচনা যা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
প্রাথমিক জীবনঃ
তিনি ১৯০৩ সনের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার বাড়ি ছিলো একই জেলার গোবিন্দপুর গ্রামে। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মা আমিনা খাতুন ওরফে রাঙাছুট। জসীম উদ্ দীন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল, ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুল থেকে পড়ালেখা করেন। এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় ১৯২১ সনে উত্তীর্ন হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. এবং এম. এ. শেষ করেন যথাক্রমে ১৯২৯ এবং ১৯৩১ সনে। ১৯৩৩ সনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ড. দীনেশ চন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগ দেন। এরপর ১৯৩৮ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন।
১৯৬৯ সনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মান সূচক ডি লিট উপাধিতে ভূষিত করেন। তিনি ১৩ মার্চ ১৯৭৬ সনে ঢাকায় মৃত্যুবরণ করেন। পরে তাকে তাঁর নিজ গ্রাম গোবিন্দপুরে দাফন করা হয়।
গ্রন্থাবলীঃ
কাব্যগ্রন্থঃ
রাখালী (১৯২৭)
নকশী কাঁথার মাঠ (১৯২৯)
বালু চর (১৯৩০)
ধানখেত (১৯৩৩)
সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪)
হাসু (১৯৩৮)
রঙিলা নায়ের মাঝি(১৯৩৫)
রুপবতি (১৯৪৬)
মাটির কান্না (১৯৫১)
এক পয়সার বাঁশী (১৯৫৬)
সকিনা (১৯৫৯)
সুচয়নী (১৯৬১)
ভয়াবহ সেই দিনগুলিতে (১৯৬২)
মা যে জননী কান্দে (১৯৬৩)
হলুদ বরণী (১৯৬৬)
জলে লেখন (১৯৬৯)
কাফনের মিছিল ((১৯৮৮)
নাটকঃ
পদ্মাপার (১৯৫০)
বেদের মেয়ে (১৯৫১)
মধুমালা (১৯৫১)
পল্লীবধূ (১৯৫৬)
গ্রামের মেয়ে (১৯৫৯)
ওগো পুস্পধনু (১৯৬৮)
আসমান সিংহ (১৯৮৬)
আত্মকথা
যাদের দেখেছি ((১৯৫১)
ঠাকুর বাড়ির আঙ্গিনায় (১৯৬১)
জীবন কথা ( ১৯৬৪)
স্মৃতিপট (১৯৬৪)
উপন্যাসঃ
বোবা কাহিনী (১৯৬৪)
ভ্রমণ কাহিনী
চলে মুসাফির (১৯৫২)
হলদে পরির দেশে ( ১৯৬৭)
যে দেশে মানুষ বড় (১৯৬৮)
জার্মানীর শহরে বন্দরে (১৯৭৫)
সঙ্গীতঃ
জারি গান (১৯৬৮)
মুর্শিদী গান (১৯৭৭)
অন্যান্যঃ
বাঙালির হাসির গল্প
ডালিমকুমার (১৯৮৬)
পুরস্কারঃ
প্রেসিডেন্টস এওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স ১৯৫৮
একুশে পদক ১৯৭৬
স্বাধীনতা দিবস পুরস্কার ১৯৭৮ (মরণোত্তর)
১৯৭৪ সনে তিনি বাংলা একাডেমী পুরস্কার প্রত্যাখ্যান করেন।
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ডিগ্রি (১৯৬৯)
জসীমউদ্দীন কে নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহঃ
প্রশ্নঃ কবি জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কানটি? উত্তরঃ এক পয়সার বাঁশি
প্রশ্নঃ তাম্বুলখানা গ্রামে জন্মেছিলে কোন কবি? উত্তরঃজসীমউদ্দীন
প্রশ্নঃ ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?উত্তরঃ কাব্য
প্রশ্নঃ ‘আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও’- পংক্তিটি কোন কবির লেখা? উত্তরঃ জসীমউদ্দীন
প্রশ্নঃ “The filed of embroidered quilt” : কাব্যটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যের ইংরেজী অনুবাদ? উত্তরঃ নকশীকাঁথার মাঠ
প্রশ্নঃ কবি জসিমউদ্দিনের জীবনকাল কোনটি? উত্তরঃ ১৯০৩-১৯৭৬ইং
প্রশ্নঃ “বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলীর গাঁ।” পংক্তিটির রচয়িতা কে? উত্তরঃজসীমউদ্দীন
প্রশ্নঃ জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তরঃ কল্লোল
প্রশ্নঃ ‘বোবা কাহিনী’ জসীমউদ্দীনের কোন ধরনের রচনা? উত্তরঃউপন্যাস
প্রশ্নঃ জসীমউদ্দীন ‘কবর’ কবিতা রচনার সময়ে- উত্তরঃ কলেজে পড়েন
প্রশ্নঃ ‘ধানক্ষেত’ কাব্যটি কে লিখেছেন? উত্তরঃজসীমউদ্দীন
প্রশ্নঃ জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে উত্তরঃ নকশীকাঁথার মাঠ
প্রশ্নঃ ‘কবর’ কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তরঃ মাত্রাবৃত্ত
প্রশ্নঃ পল্লীকবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন— উত্তরঃ ফরিদপুরে
প্রশ্নঃ ‘নক্সী কাঁথার মাঠ’ এর রচয়িতা কে? উত্তরঃ জসীমউদ্দীন
প্রশ্নঃ কোনটি জসিম উদ্দীনের লেখা? উত্তরঃ বোবা কাহিনী
প্রশ্নঃ জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? উত্তরঃ ১৯২৭
প্রশ্নঃ জসীমউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে যোগদেন কত সালে? উত্তরঃ ১৯৩৮
প্রশ্নঃ ‘রাখালী’ কাব্য কার লেখা? উত্তরঃ জসীমউদ্দীন
প্রশ্নঃ জসীমউদ্দীন তার বন্ধুকে কোন গাঁয়ে নিমন্ত্রণ করেছিলেন? উত্তরঃ কাজল গাঁয়ে
প্রশ্নঃ কোন কবির নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একট ছাত্রাবাসের নামকরণ হয়েছে? উত্তরঃ জসীম উদ্দীন
প্রশ্নঃ কবি জসিমউদ্দিন রচতি কাব্য কোনটি? উত্তরঃ রাখালী
প্রশ্নঃ ‘কবর’ কবিতার লেখক কে উত্তরঃজসীম উদ্দীন
প্রশ্নঃ জসিম উদ্দীন রচিত গাথাকাব্য কোনটি? উত্তরঃ সোজন বাদিয়ার ঘাট
প্রশ্নঃ ‘কবর’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?উত্তরঃরাখালী
প্রশ্নঃ জসীম উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তরঃ রাখালী
প্রশ্নঃ জসীমউদ্দীন রচিত উপন্যাস কোনটি? উত্তরঃ বোবা কাহিনী
প্রশ্নঃ জসীম উদ্দীনের শ্রেষ্ঠকাহিনীকাব্য কোনটি?উত্তরঃ সকিনা
প্রশ্নঃ জসীমউদ্দীনের ‘কবর’ কবিতার দাদু শাপলার হাটে কি বিক্রি করতেন? উত্তরঃ তরমুজ
প্রশ্নঃ পল্লীকবি জসীমউদ্দীনের পল্লীগানসমূহ সংকলিত হয়েছে কোন গ্রন্থে? উত্তরঃ রাখালী
প্রশ্নঃ কবি জসীমউদ্দীন রচিত কাব্য কোনটি? উত্তরঃ রাখালী
প্রশ্নঃ ‘রঙ্গিলা নায়ের মাঝি’ এর লেখক হলেন- উত্তরঃ জসীমউদ্দীন
প্রশ্নঃ ‘নকশী কাঁথার মাঠ’ বইয়ের লেখক কে?উত্তরঃ কবি জসীম উদ্দীন
প্রশ্নঃ ‘বেদের মেয়ে’ গীতিনাট্য কে লিখেছেন?উত্তরঃজসীমউদ্দীন
প্রশ্নঃ ‘পদ্মাপার’ নাটকটির রচয়িতা কে? উত্তরঃ জসীমউদ্দীন
প্রশ্নঃ কবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতার বিষয়বস্তু হলো- উত্তরঃ প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ
প্রশ্নঃ ‘কবর’ কবিতাটির রচয়িতা কে? উত্তরঃ জসীমউদ্দীন
প্রশ্নঃ ‘কবর’ কবিতায় কতটি পঙক্তি রয়েছে? উত্তরঃ ১১৮টি
প্রশ্নঃ জসীমউদ্দীন মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের কোন তারিখে? উত্তরঃ ১৩ মার্চ
প্রশ্নঃ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জসীমউদ্দীনকে ডি.লিট ডিগ্রি প্রদান করেন কত সালে?উত্তরঃ১৯৬৯
প্রশ্নঃ কবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ কোনটি? উত্তরঃ রাখালী
প্রশ্নঃ ‘সোজন বাদিয়ার ঘাট’ এর রচয়িতা কে? উত্তরঃজসীম উদ্দীন
প্রশ্নঃ পল্লীকবি মৃত্যুবরণ করেন কোথায়? উত্তরঃ ঢাকায়
প্রশ্নঃ জসিম উদ্দীনের ‘আসমানী’ চরিত্রটির বাড়ি কোথায়? উত্তরঃ ফরিদপুর
রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) ছিলেন একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তিনি বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে বিবেচিত। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।
জন্ম ও প্রাথমিক জীবন
রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্রাহ্ম সমাজ সংস্কারক ও লেখক। তাঁর মাতা সারদা দেবী ছিলেন একজন ধর্মপ্রাণ ও বিনয়ী নারী।
রবীন্দ্রনাথের শৈশব ছিল সুখের ও সমৃদ্ধ। তিনি বাড়িতেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। তাঁর দাদা প্রিয়নাথ ঠাকুর ছিলেন একজন শিক্ষিত ও সংস্কৃতিবান ব্যক্তি। তিনি রবীন্দ্রনাথের সাহিত্যিক প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সাহিত্যিক জীবন
রবীন্দ্রনাথের সাহিত্যিক জীবন শুরু হয় ১৮৭৮ সালে প্রকাশিত “কবিকাহিনী” কাব্যগ্রন্থের মাধ্যমে। এরপর তিনি একের পর এক কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক, ছোটগল্প, প্রবন্ধ ও গান রচনা করেন। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে:
কাব্যগ্রন্থ: গীতাঞ্জলি, সোনার তরী, মানসী, চিত্রা, ক্ষণিকা, বলাকা, বনফুল, পুষ্পাঞ্জলি, শেষের কবিতা
উপন্যাস: গোরা, চোখের বালি, মালঞ্চ, চার অধ্যায়, দুই বোন
নাটক: রাজা, ডাকঘর, অচলায়তন, মুক্তধারা, রক্তকরবী
ছোটগল্প: গল্পগুচ্ছ, ছিন্নপত্র, পথে প্রান্তে, শেষের রাত্রি
প্রবন্ধ: রবীন্দ্রনাথের প্রবন্ধাবলী
গান: গীতবিতান, গীতিমাল্য, গীতচন্দ্রিকা
রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তাঁর রচনাগুলির মধ্যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের পাশাপাশি বিশ্বসাহিত্যের এক অমূল্য সম্পদ।
শেষ জীবন ও মৃত্যু
রবীন্দ্রনাথ ১৯৪১ সালের ৭ই আগস্ট জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর তাঁর পরিবার ঠাকুরবাড়ি ছেড়ে চলে যায় এবং বাংলায় ভাগবত গীতার অনুবাদ প্রকাশের জন্য সমালোচিত হয়।
গুরুত্বপূর্ণ প্রশ্ন –
১. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি
ক. গীতাঞ্জলি
খ. বলাকা
গ. বনফুল √
ঘ. পূরবী
২. প্রশ্নঃ ‘আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর’- কোন কবিতার চরণ?
ক. হিং টিং ছট
খ. প্রিয়তমাষু
গ. নির্ঝরের স্বপ্নভঙ্গ √
ঘ. আজি সৃষ্টি সুখের উল্লাসে
৩. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘শেষের কবিতা’ হচ্ছে-
ক. একটি বিয়োগান্তক কবিতা
খ. একটি মিলাত্বক উপন্যাস
গ. একটি রোমান্টিক উপন্যাস √
ঘ. একটি রম্য রচনা
৪. প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
ক. অগ্নিবীণা √
খ. সোনার তরী
গ. চিত্রা
ঘ. বলাকা
৫. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন-
ক. ১৯১৩
খ. ১৯১৫
গ. ১৯১৭
ঘ. ১৯১৯ √
৬. প্রশ্নঃ ‘পদাবলী’ লিখেছেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর √
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. কায়কোবাদ
৭. প্রশ্নঃ কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক. সোনার তরী
খ. রক্তকরবী
গ. রাজবন্দীর জবানবন্দী √
ঘ. চোখের বালি
৮. প্রশ্নঃ ‘নৌকাডুবি’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
ক. কাব্য
খ. নাটক
গ. ছোটগল্প
ঘ. উপন্যাস √
৯. প্রশ্নঃ কোন আধুনিক কবি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর৷ √
গ. অতুল প্রসাদ সেন
ঘ. জীবনানন্দ দাশ
১০. প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ?
ক. সাহিত্য
খ. সাহিত্যের স্বরূপ
গ. সাহিত্যের পথে
ঘ. তিনটিই √
১১. প্রশ্নঃ Which Bengali poet was awarded the title ‘Knight? /কোন বাঙালি কবি ‘নাইট’ উপাধি পেয়েছিলেন?
ক. Kazi Najrul Islam
খ. Shukumar Roy
গ. Robindronath Togore √
ঘ. Satyendranath Datta
১২. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘উর্বশী’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
ক. মানসী
খ. চিত্রা √
গ. সোনারতরী
ঘ. বলাকা
১৩. প্রশ্নঃ ‘সবুজের অভিযান’ রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত?
ক. ক্ষণিকা
খ. বলাকা √
গ. কণিকা
ঘ. বীথিকা
১৪. প্রশ্নঃ ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ -এটি রচনার প্রেক্ষাপট কি?
ক. কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গা
খ. প্রথম বিশ্বযুদ্ধ
গ. অসহযোগ আন্দোলন
ঘ. বঙ্গবিভাগজনিত জাতীয় আন্দোলন √
১৫. প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
ক. বাংলার প্রকৃতির কথা √
খ. বাংলার মানুষের কথা
গ. বাংলার ইতিহাসের কথা
ঘ. বাংলার সংস্কৃতির কথা
১৬. প্রশ্নঃ ‘ক্ষণিকা’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
ক. উপন্যাস
খ. প্রহসন
গ. কাব্য √
ঘ. নাটক
১৭. প্রশ্নঃ রবীন্দ্রনাথ রচিত প্রথম নাটক কোনটি?
ক. ডাকঘর
খ. অচলায়তন
গ. বাল্মীকি প্রতিভা √
ঘ. রাজা ও রাণী
১৮. প্রশ্নঃ ‘আমি এ কথা, এ ব্যাথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।’ -রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অপনোদন অর্থে
খ. পূজা অর্থে √
গ. বিলানো অর্থে
ঘ. উপহার অর্থে
১৯. প্রশ্নঃ রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসরে প্রধান দুটি চরিত্রের নাম-
ক. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
খ. মহেন্দ্র ও বিনোদিনী √
গ. সুরেশ ও অচলা
ঘ. মধুসূদন ও কুমুদিনী
২০. প্রশ্নঃ কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়?
ক. শেষের কবিতা
খ. সোনার তরী
গ. কৃষ্ণকুমারী √
ঘ. বলাকা
২১. প্রশ্নঃ ‘রক্তকরবী’ ও ‘রক্তাক্ত প্রান্তর’ লিখেছেন যথাক্রমে-
ক. মুনীর চৌধুরী ও জহির রায়হান
খ. রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী √
গ. জহির রায়হান ও শহীদুল্লাহ
ঘ. মুনীর চৌধুরী ও রবীন্দ্রনাথ
২২. প্রশ্নঃ নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত প্রবন্ধ?
ক. হৈমন্তী
খ. ল্যাবরেটরী
গ. ক্ষুধিত পাষাণ
ঘ. সভ্যতার সংকট √
২৩. প্রশ্নঃ নিচে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
ক. সোনারতরী
খ. সেঁজুতি
গ. ক্ষণিকা
ঘ. ফাল্গুনী √
২৪. প্রশ্নঃ ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর √
খ. বুদ্ধদেব বসু
গ. সৈয়দ মুজতবা আলী
ঘ. রজনীকান্ত সেন
২৫. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি?
ক. চিত্রাঙ্গদা
খ. মালিনী
গ. চিরকুমার সভা
ঘ. বিসর্জন √
২৬. প্রশ্নঃ ‘শেষের কবিতা’ উপন্যাসের চরিত্র হচ্ছে-
ক. অমিত, লাবণ্য √
খ. মহেন্দ্র, বিনোদিনী
গ. মধূসুদন, কুমুদিনী
ঘ. শচীশ, দামিনী
২৭. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ
ক. য়ুরোপ প্রবাসী পত্র √
খ. য়ুরোপ যাত্রীর ডায়রী
গ. জাপানযাত্রীর পত্র
ঘ. জাভাযাত্রীর পত্র
২৮. প্রশ্নঃ ‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’ এর রচয়িতা কে?
ক. ভানু বন্দ্যোপাধ্যায়
খ. চণ্ডীদাস
গ. রবীন্দ্রনাথ ঠাকুর √
ঘ. ভারতচন্দ্র
২৯. প্রশ্নঃ রবীন্দ্রনাথের নাটক নয় কোনটি?
ক. বিসর্জন
খ. রক্তকরবী
গ. মালিনী
ঘ. পুতুলের বিয়ে √
৩০. প্রশ্নঃ কোনটি রবী ঠাকুরের লেখা প্রহসন নয়?
ক. বৈকুন্ঠের খাতা
খ. চিরকুমার সভা
গ. শেষ রক্ষা
ঘ. এর উপায় কি √
৩১. প্রশ্নঃ ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর √
খ. বুদ্ধদেব বসু
গ. সৈয়দ মুজতবা আলী
ঘ. রজনীকান্ত সেন
৩২. প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়?
ক. মানসী
খ. রাজা
গ. সঞ্চিতা √
ঘ. সভ্যতার সংকট
৩৩. প্রশ্নঃ রবীন্দ্রনাতের সাংকেতিক নাটক হল-
ক. রাজা ও রানী
খ. ডাকঘর √
গ. তাসের ঘর
ঘ. প্রায়শ্চিত্ত
৩৪. প্রশ্নঃ রবীন্দ্রনাথের কোন উপন্যাসের মূল উপজীব্য হল সামাজিক নিয়মনীতির দ্বন্দ্ব?
ক. নৌকাডুবি
খ. যোগাযোগ √
গ. দুইবোন
ঘ. নৈবেদ্য
৩৫. প্রশ্নঃ ‘চিরকুমার সভা’ নাটকটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর √
খ. মীর মশাররফ হোসেন
গ. মুনীর চৌধুরী
ঘ. নুরুল মোমেন
৩৬. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন-
ক. আগস্ট, ১৯১৩ খ্রিস্টাব্দে
খ. সেপ্টেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে
গ. অক্টোবর, ১৯১৩ খ্রিস্টাব্দে
ঘ. নভেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে √
৩৭. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ ২৫ বৈশাখ ১৮৬১ সালের মে মাসের কোন তারিখ ছিল?
ক. ৬
খ. ৭ √
গ. ৮
ঘ. ৯
৩৮. প্রশ্নঃ বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা “১৪০০ সাল’ এর রচয়িতা কে?
ক. নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর √
গ. জীবনানন্দ দাশ
ঘ. গোলাম মোস্তফা
৩৯. প্রশ্নঃ ‘ঠাকুর’ পরিবারের আসল পদবী ছিল?
ক. কুশারী √
খ. মুখোপাধ্যায়
গ. শাস্ত্রী
ঘ. ঘোষ
৪০. প্রশ্নঃ ‘বিশ্বভারতী’ কে প্রতিষ্ঠা করেন?
ক. মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ. রথীন্দ্রনাথ ঠাকুর √
৪১. প্রশ্নঃ ‘ছিন্নপত্র’ এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
ক. ইন্দিরা দেবী √
খ. কাদম্বরী দেবী
গ. মৃণালিনী দেবী
ঘ. মৈত্রয়ী দেবী
৪১. প্রশ্নঃ রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধগ্রন্থ কোনটি?
ক. সভ্যতার সংকট
খ. কঙ্কাল
গ. ল্যাবরেটরী
ঘ. বিশ্বপরিচয় √
৪২. প্রশ্নঃ Robindranath Tagore was born on/রবীন্দ্রনাথ ঠাকুরের -জন্ম
ক. 1st Baishakh
খ. 25th Baishakh √
গ. 23th Sraban
ঘ. 11th Jaistha
৪৩. প্রশ্নঃ ‘বিসর্জন’ কার রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর √
খ. সেলিম আল দীন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. গিরিশ চন্দ্র ঘোষ
৪৪. প্রশ্নঃ ‘নন্দিনী, কিশোর’ রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র?
ক. মুক্তধারা
খ. রক্তকরবী √
গ. অচলায়তন
ঘ. বিসর্জন
৪৫. প্রশ্নঃ “জীবনস্মৃতি” কার রচনা?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর √
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন
৪৬. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
ক. একরাত্রি
খ. নষ্টনীড়
গ. ক্ষুধিত পাষাণ √
ঘ. মধ্যবর্তিনী
৪৭. প্রশ্নঃ কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
ক. বিষবৃক্ষ
খ. গণদেবতা
গ. আরণ্যক
ঘ. ঘরে-বাইরে √
৪৮. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর মানবজীবনের সাথে কোনটির তুলনা করেছেন?
ক. নদী √
খ. বৃক্ষ
গ. পথ
ঘ. পাহাড়
৪৯. প্রশ্নঃ কোনটি কাব্য গ্রন্থ?
ক. শেষ প্রশ্ন √
খ. শেষ লেখা
গ. শেষের কবিতা
ঘ. নবযুগ
৫০. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা-
ক. চতুর্দশী
খ. চুতষ্পাঠী
গ. চতুর্দশপদী
ঘ. চার অধ্যায় √
৫১. প্রশ্নঃ নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
ক. সোনার তরী
খ. সেঁজুতি
গ. ক্ষণিকা
ঘ. ফাল্গুনী √
৫২. প্রশ্নঃ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন?
ক. এজরা পাউন্ড
খ. টি এস ইলিয়ট
গ. ডবলিউ. বি. ইয়েটস √
ঘ. কীটস
৫৩. প্রশ্নঃ ২৫শে বৈশাখ কার জন্ম দিন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. শামসুর রহমান
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর √
৫৪. প্রশ্নঃ “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” কে লিখেছেন–
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. শেখ হাসিনা
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর √
৫৫. প্রশ্নঃ ‘দুই বোন’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি-
ক. উপন্যাস √
খ. কাব্যগ্রন্থ
গ. গল্পগ্রন্থ
ঘ. ভ্রমণকাহিনী
৫৬. প্রশ্নঃ কোনটি সঠিক?
ক. গোরা (গল্পগ্রন্থ)
খ. শেষের কবিতা (নাটক)
গ. শেষ প্রশ্ন (নাটক)
ঘ. জল পড়ে পাতা নড়ে (উপন্যাস) √
৫৭. প্রশ্নঃ ‘চোখের বালি’ উপন্যাসটি কোন ধরনের উপন্যাস?
ক. ইতিহাস আশ্রয়ী
খ. দ্বন্দ্বমূলক √
গ. রাজনৈতিক
ঘ. সমস্যামূলক
৫৮. প্রশ্নঃ গল্পগুচ্ছের লেখক কে?
ক. রবীন্দ্রনাথ √
খ. বীরবল
গ. সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ. সৈয়দ মুজতবা আলী
৫৯. প্রশ্নঃ ‘শেষের কবিতা’ পূস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম?
ক. কাব্যগ্রন্থ
খ. গীতিকাব্য
গ. কাব্যনাট্য
ঘ. উপন্যাস √
৬০. প্রশ্নঃ নিচের কবিতাংশটি কোন কবির রচনা? ‘নীল নবঘনে আষাঢ় গগনে তিন ঠাঁই আর নাহিরে’।
ক. কায়কোবাদ
খ. ফররুখ আহমদ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর √
৬১. প্রশ্নঃ বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর 
খ. বিষ্ণু দে
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ঘ. বুদ্ধদেব বসু
৬২. প্রশ্নঃ খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
ক. কাব্য √
খ. ছোটগল্প
গ. প্রহসন
ঘ. নাটক
৬৩. প্রশ্নঃ কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
ক. ১৯৫১
খ. ১৯৬১ √
গ. ১৯৭১
ঘ. ১৯৮১
৬৪. প্রশ্নঃ ‘শেষের কবিতা’ কোন ধরনের সাহিত্যকর্ম?
ক. কবিতার নাম
খ. গল্প সংকলনের নাম
গ. উপন্যাসের নাম √
ঘ. কাব্য সংকলনের নাম
৬৫. প্রশ্নঃ বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান তার জাতীয় সংগীত হিসাবে নির্বাচন করেছে?
ক. নেপাল
খ. ভারত √
গ. ভুটান
ঘ. শ্রীলংকা
৬৬. প্রশ্নঃ রবীন্দ্রনাথ শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন?
ক. ১৯০০ সালে
খ. ১৯০১ সালে √
গ. ১৯০২ সালে
ঘ. ১৯০৩ সালে
৬৭. প্রশ্নঃ কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন?
ক. ৭ জুন, ১৯৪১
খ. ৭ জুলাই, ১৯৪১
গ. ৭ আগস্ট, ১৯৪১ √
ঘ. ৭ সেপ্টেম্বর, ১৯৪১
৬৮. প্রশ্নঃ কোন গ্রন্থটি উপন্যাস?
ক. পদ্মাবতী
খ. মহাশ্মশান
গ. শেষের কবিতা √
ঘ. রক্তাক্ত প্রান্তর
৬৯. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য তার কত বছর বয়সে প্রকাশিত হয়?
ক. ১০ বছর বয়সে
খ. ১২ বছর বয়সে
গ. ১৫ বছর বয়সে
ঘ. ১৭ বছর বয়সে √
৭০. প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থকারে প্রকাশিত উপন্যাস কোনটি?
ক. বউঠাকুরানীর হাট √
খ. নৌকাডুবি
গ. করুণা
ঘ. রাজর্ষি
৭১. প্রশ্নঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ব বিজ্ঞানী এর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন-
ক. নিউটন
খ. আইনস্টাইন √
গ. শ্রডিঞ্জার
ঘ. ম্যাক্স প্লাংক
৭২. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায়কবির উপলব্ধি হচ্ছে-
ক. ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় √
খ. বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্টকরে
গ. প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
ঘ. ভাঙার পরেই গড়ার কাজ শুরু হয়
৭৩. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়-
ক. কড়ি ও কোমল
খ. রক্তকরবী √
গ. মানসী
ঘ. পুনশ্চ
৭৪. প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম ছোটগল্প কোনটি?
ক. কাবুলিওয়ালা
খ. পোস্টমাস্টার
গ. হৈমন্তী
ঘ. ভিখারিনী √
৭৫. প্রশ্নঃ ‘খেয়া’ রবীন্দ্রনাথের একটি-
ক. নাটক
খ. কাব্যগ্রন্থ √
গ. গল্পগ্রন্থ
ঘ. প্রবন্ধ
৭৬. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কত বছর বয়সে ‘বনফুল’ প্রকাশিত হয়?
ক. চৌদ্দ বছর
খ. পনের বছর √
গ. ষোল বছর
ঘ. সতের বছর
৭৭. প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
ক. শেষপ্রশ্ন
খ. শেষকথা
গ. শেষদিন
ঘ. শেষলেখা √
৭৮. প্রশ্নঃ ‘ডাকঘর’ নাটকটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মমতাজ উদ্দিন আহমদ
গ. ওবায়েদ উল হক
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর √
৭৯. প্রশ্নঃ কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক. শেষের কবিতা
খ. দোলনচাঁপা √
গ. সোনারতরী
ঘ. মানসী
৮০. প্রশ্নঃ নিচের কোনটি রবীন্দ্রনাথের নৃত্যনাট্য?
ক. চিত্রাঙ্গদা √
খ. বিসর্জন
গ. চতুরঙ্গ
ঘ. রক্তকবরী