সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ – ২০২৪
• সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় – ৩০ অক্টোবর ২০২৪
• স্বাগতিক দেশ – নেপাল
• ভেন্যু – দশরথ রঙ্গশালা ( কাঠমুন্ডু )
• অংশগ্রহণকৃত দল – ৭ টি
• নেপালকে ২ – ১ গোলে হারিয়ে এটি বাংলাদেশের ২য় বার শিরোপা জয় ।
• চ্যাম্পিয়ন: বাংলাদেশ (দ্বিতীয় শিরোপা)
• রানার্স-আপ: নেপাল (দ্বিতীয়বার রানার্স-আপ)
• ফেয়ার প্লে ট্রফি: ভুটান
• টুর্নামেন্ট সেরা : ঋতুপর্ণা চাকমা (বাংলাদেশ)
• সেরা গোলরক্ষক: রুপনা চাকমা (বাংলাদেশ)
• সর্বোচ্চ গোলদাতা: দেকি লাজোম (ভুটান, ৮ গোল)