রাষ্ট্রবিজ্ঞান ভাইভা – ১৮ তম নিবন্ধন
১। দি পলিটিক্স (The Politics) এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা কে?
= রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল।
২। দি রিপাবলিক (The Republic) গ্রন্থটির রচয়িতা কে?
= প্রাচীন যুগের একজন বিখ্যাত দার্শনিক: প্লেটো।
এছাড়াও বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে যেমন:
ওয়েলথ অব নেশন বইটি কার লেখা?
= এরিস্টটল।
এ গ্রামার অব পলিটিক্স গ্রন্থটি কার?
= অধ্যাপক লাস্কি।
রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক কোনটি?
= রাজনীতি।
রাষ্ট্র বিজ্ঞানের জনক কে? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
= এরিস্টটল। এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ইতালির নাগরিক নিকোলো ম্যাকিয়াভেলি।
জাতি রাষ্ট্রের প্রবক্তা কে?
= নিকোলো ম্যাকিয়াভ্যালি।
দুইজন মুসলিম রাজনৈতিক দার্শনিকের নাম বলুন
আল ফারাবি এবং ইবনে খালদুন।
আধুনিক যুগের দুইজন রাষ্ট্র দার্শনিকের নাম বলুন
= টমাস হবস ও জন লক।
মধ্যযুগের দুইজন দার্শনিক
= সেন্ট টমাস একুইনাস এবং সেন্ট অগাস্টিন।
প্রাচীন যুগের দুইজনের নাম: প্লেটো এবং এরিস্টটল।
রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য কী?
= সুদূর অতীতে একসময় রাষ্ট্র ও সরকারকে সমার্থক ভাবা হত। সপ্তদশ শতাব্দীতে ফরাসি সম্রাট চতুর্দশ লুই বলেছিলেন “আমিই রাষ্ট”। টমাস হবস লেভিয়াথান গ্রন্থেও রাষ্ট্র ও সরকারের কোন পার্থক্য স্বীকার করা হয়নি। কিন্তু রাষ্ট্র ও সরকারের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। উইলোবির মতে, সরকার হলো এমন এক প্রতিষ্ঠান, যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে কার্যকারী করে।
রাষ্ট্র: রাষ্ট্র একটি তত্ত্বগত ধারণা। রাষ্ট্রকে চোখে দেখা যায় না। রাষ্ট্রের রুপ বিমূর্ত। রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য চারটি যথা: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখন্ড, সরকার ও সার্বভৌমত্ব।
সরকার: রাষ্ট্র স্থায়ী কিন্তু সরকার অস্থায়ী, আজ যে সরকার ক্ষমতায় আছে, কাল সেই সরকার নাও থাকতে পারে। রাষ্ট্রের প্রতিনিধি স্বরুপ সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ ও প্রয়োগ করে মাত্র। সরকার রাষ্ট্রের একটি অংশ মাত্র। রাষ্ট্রের আদর্শগুলোকে বাস্তবায়িত করাই এর উদ্দেশ্য।
আইন বলতে কী বুঝেন?
= জন অস্টিনের মতে, “সার্বভৌমের আদেশই আইন”। সাধারন অর্থে, আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিধি-বিধানের সমষ্টি, যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সমাজ কর্তৃক গৃহীত। যা সকলের উপর সমান ভাবে প্রযোজ্য এবং যা ভঙ্গ করলে শাস্তি ভোগ করতে হয়।
জাতি ও জাতীয়তা বলতে কি বুঝ?
= জাতি হচ্ছে একটি সম্প্রদায় যা একটি সাধারন ভাষা, অঞ্চল, ইতিহাস ও সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠে। অন্যদিকে, জাতীয়তা হচ্ছে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের মধ্যে আইনগত সম্পর্ক।
কী ধরনের জাতিয়তাবাদি সাম্রাজ্যবাদের জন্ম দেয়?
= উগ্রজাতীয়তাবাদ।
স্বাধীনতার শর্ত কী?
= আইন।
গণতান্ত্রিক শাসনব্যবস্থা কী?
= প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা।
সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কী?
= যে শাসন ব্যবস্থা জনগণের দ্বারা নির্বাচিত আইনসভার নিকট দায়িত্বশীল ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদ থাকে।
বঙ্গভঙ্গ কী?
গনতন্ত্র কথাটি সংবিধানের কোথায় কাছে?
= সংবিধানের প্রস্তাবনায়।
গণিপরিষদ কী?
= দেশের জনগণের যে অংশ সংবিধান রচনার দায়িত্ব পালন করে।
বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল কথ কি?
= “সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়”।
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী? এটি কয় কক্ষ বিশিষ্ট?
= কংগ্রেস। এটি দ্বি-কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষ- সিনেট। নিম্ন কক্ষ: হাউজ অব রিপ্রেজেন্টেটিভস।
যুক্তরাজ্যের আইনসভা সম্পর্কে বলুন
= এটি দ্বিক্ষ বিশিষ্ট একটি আইনসভা। এর নাম হাউজ অব পার্লামেন্ট। উচ্চকক্ষের নাম: হাউজ অব লর্ডস। এবং নিম্ন কক্ষের নাম: হাউজ অব কমনস।
বাংলাদেশের আইনসভা সম্পর্কে কিছু বলুন
বাংলাদেশের আইনসভার নাম: জাতীয় সংসদ। এটি এক কক্ষ বিশিষ্ট। এত সর্বমোট ৩৫০ আসন রয়েছে। ৫০ টি সংরক্ষিত নারি আসন রয়েছে।
সংবিধান সম্পর্কি অন্যান্য প্রশ্ন হয়ে থাকে যা এখানে বিস্তারিত পাবেন: সংবিধান নিয়ে ভাইবা প্রশ্ন যেমন হয়।
বাংলাদেশের সরকার প্রধান কে?
= মাননীয় প্রধানমন্ত্রী।