রিয়েল ভাইভা – জীববিজ্ঞান

জীববিজ্ঞান ভাইভাঃ

আমার বোর্ডে তিনজন পরীক্ষক ছিলেন। ২জন স্যার এবং একজন ম্যাম। চেয়ারম্যান স্যার কোন প্রশ্ন করে নি। ম্যাম সকল প্রশ্ন করেছেন এবং অন্য স্যার আমার অর্জিনিয়াল সার্টিফিকেট গুলো দেখেছেন।

প্রশ্ন ১ঃ কেমন আছেন। কোথায় থেকে পড়াশুনা করেছেন এবং মাস্টার্সে কোন বিষয় ছিলো। প্রশ্ন২ঃ কয়েকটি পোকা এবং মাকড়ের নাম বলুন। (আমার মাস্টার্স ছিলো কীটতত্ত্ব)

প্রশ্ন৩ঃ ট্যাগমাটাইজেশন কী?

প্রশ্ন৪ঃ বর্তমানে কী করেন? আপনি কী প্রাইভেট পড়ান? কোন ক্লাসের পড়ান?

প্রশ্ন৫ঃ পুরুষ এবং স্ত্রী চিংড়ির মধ্যে পার্থক্য বলুন। (১৭তম নিবন্ধনের লিখিত প্রশ্ন)

আরো ২-৩ টা প্রশ্ন করেছিলো কীটতত্ব সম্পর্কিত, যেটা এই মুহূর্তে মনে পড়ছেনা। সব মিলিয়ে ৫ মিনিটের মতো সময় লেগেছিলো।

— ১৭ তম নিবন্ধন ( ফেসবুক থেকে )

Scroll to Top