ভাইভা নং – ০২ ( বাংলা )

পরীক্ষার্থী : আসসালামু আলাইকুম। ভিতরে আসতে পারি, স্যার ?

পরীক্ষক:  ওয়ালাইকুম আসসালাম, আসুন। বসুন।

পরীক্ষার্থী: ধন্যবাদ স্যার।

পরীক্ষক : আপনার নাম ও স্থায়ী ঠিকানা বলুন।

পরীক্ষার্থী: (আপনার পূর্ণ নাম ও স্থায়ী ঠিকানা বলবেন)।

পরীক্ষক : বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপনার পঠিত বিষয় কী ছিল?

পরীক্ষার্থী:  বাংলা।

পরীক্ষক : আপনার নিজ জেলার নাম বলুন?

পরীক্ষার্থী : শেরপুর । 

পরীক্ষক: আপনার জেলার একজন বিশিষ্ট ব্যক্তির নাম বলুন ? 

পরীক্ষার্থী: আফসার আলী রবি নিয়োগী । 

পরীক্ষক: প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতার নাম কী? 

পরীক্ষার্থী:  মনোএল দ্য আসসুম্পসাঁউ। 

পরীক্ষক: ‘পল্লীজননী’ কার লেখা ? 

পরীক্ষার্থী : পল্লীকবি  জসীমউদ্দিন । 

পরীক্ষক: মুক্তিযুদ্ধভিত্তিক একটি উপন্যাসের নাম বলুন । 

পরীক্ষার্থী : “রাইফেল রোটি আওরাত”- (মুক্তিযুদ্ধ ভিত্তিক ১ম উপন্যাস)

পরীক্ষক:  ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে?

পরীক্ষার্থী : ১৮০১ সালে।

পরীক্ষক: কালকূট কার ছদ্মনাম ? 

পরীক্ষার্থী: সমরেশ বসু । 

পরীক্ষক: বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি ও কী কী ? 

পরীক্ষার্থী : বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি।

 ১.    ধ্বনি বা ধ্বনিতত্ত্ব, phonology
২.    রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, morphology
৩.    পদক্রম বা বাক্যতত্ত্ব, syntax
৪.    বাগর্থ বা অর্থতত্ত্ব, semantics

পরীক্ষক : বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকবি কে? 

পরীক্ষার্থী : মাইকেল মধুসূদন দত্ত।

পরীক্ষক : আপনাকে ধন্যবাদ, আপনি আসুন।

পরীক্ষার্থী : আপনাদেরও ধন্যবাদ। আসসালামু আলাইকুম । 

Scroll to Top