ভাইভা – ০১ ( বিষয় – বাংলা )

১৮ তম নিবন্ধন – ( ভাইভা )

ভাইভা – ০১ ( বাংলা )

তামান্না: আসসালামু আলাইকুম। ভিতরে আসতে পারি, স্যার?

পরীক্ষক: ওয়ালাইকুম আসসালাম, আসুন। বসুন।

তামান্না: ধন্যবাদ স্যার।

পরীক্ষক: আপনার নাম ও স্থায়ী ঠিকানা বলুন।

তামান্না: তামান্না আলমগীর, টাঙ্গাইল ( আরো বিস্তারিত বলবেন )

পরীক্ষক: বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপনার পঠিত বিষয় কী ছিল?

তামান্না: বাংলা।

পরীক্ষক : ‘হরতাল’ কাব্যগ্রন্থটি কার লেখা ?

তামান্না: সুকান্ত ভট্টাচার্যের লেখা।

পরীক্ষক : বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কী?

তামান্না : চর্যাপদ, স্যার।

পরীক্ষক : চর্যাপদের প্রথম কবি কে?

তামান্না: লুইপা।

পরীক্ষক: বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? :

তামান্না: প্রাকৃত ভাষা থেকে।

পরীক্ষক: বাংলা সাহিত্যের যুগ বিভাগ উল্লেখ করুন?

তামান্ন: বাংলা সাহিত্যের যুগকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে; যথা: ১. :

১। প্রাচীন যুগ (৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ)
২। মধ্যযুগ (১২০১-১৮০০) এবং
৩। আধুনিক যুগ (১৮০১-বর্তমান পর্যন্ত)।

পরীক্ষক : প্রথম রামায়ণ অনুবাদক মহিলা কবি কে?

তামান্না: চন্দ্রাবতী।

পরীক্ষক : খনা কে ছিলেন ?

তামান্না: খনা জ্যোতিষশাস্ত্রে নিপুণা ও বচন রচয়িতা বিদুষী নারী। তাঁর আবির্ভাবকাল ৮০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে অনুমান করা হয়।

পরীক্ষক: আলাওল কোন যুগের কবি ?

তামান্না: মধ্যযুগের।

পরীক্ষক : ‘ইউসুফ জুলেখা’র রচয়িতা কে?

তামান্না: শাহ মুহম্মদ সগীর।

পরীক্ষক : আপনাকে ধন্যবাদ, আপনি আসুন।

তামান্না: আপনাদেরও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।

  • তামান্না আলমগীর
Scroll to Top