বাংলা সাহিত্যে যা কিছু প্রথম

  • বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন– চর্যাপদ
  • বাংলা সাহিত্যের প্রথম কবিতা বা গানের সংকলন– চর্যাপদ
  • বাংলা ভাষা ও সাহিত্যের আদি কবি লুইপা (হরপ্রসাদ শাস্ত্রীর মতে)
  • চর্যাপদ তথা বাংলা সাহিত্যের আদি কবি( ডক্টর শহীদুল্লাহর মতে)— মৎসেন্দ্রনাথ বা মীননাথ
  • ডক্টর শহীদুল্লাহর মতে চর্যাপদের প্রথম কবি বাঙালি কবি শ্রেষ্ঠ কবি— শবরপা
  • চর্যাপদের কবিতায় নিজেকে বাঙালি বলে স্বীকার করেন ভুসুকুপা( আজি ভুসুকু বাঙালি ভইলী)
  • চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে প্রথম আলোচনা করেন ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়(Origin and development of the Bengali language-1926)
  • চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে প্রথম আলোচনা করেন– ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ(Buddhist Mystic songs. 1927)
  • ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের প্রাচীনতম আধুনিকতম কবি যথাক্রমে শবরপা ও ভুসুকুপা
  • চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী( ড. মোহাম্মদ শহীদুল্লাহর মতে)
  • মধ্যযুগের আদি কবি –চন্ডীদাস
  • মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ –শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
  • সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ —শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
  • বাংলা ভাষায় রচিত কোন লেখক এর প্রথম একক গ্রন্থ– শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
  • বাংলা ভাষার প্রথম মহাকবি— বড়ু চন্ডীদাস
  • বৈষ্ণব পদাবলীর আদি কবি– বিদ্যাপতি
  • বাংলা ভাষায় রচিত পদাবলীর আদি কবি– চন্ডীদাস
  • মনসামঙ্গল কাব্য তথা মঙ্গল কাব্যের আদি কবি– কানাহরি দত্ত
  • মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি—- বিজয় গুপ্ত( বরিশালে জন্ম)
  • বাংলা সাহিত্যের প্রথম স্পষ্ট সন-তারিখ যুক্ত মঙ্গল কাব্যের কবি বিজয় গুপ্ত( 1494)
  • মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি —বিজয় গুপ্ত
  • চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি—- মানিক দত্ত
  • চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি —–মুকুন্দরাম চক্রবর্তী
  • অন্নদামঙ্গলের শ্রেষ্ঠ কবি—– ভারতচন্দ্র রায়গুণাকর
  • ধর্মমঙ্গল কাব্যের আদি কবি —-ময়ূরভট্ট
  • ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি—– ঘনরাম চক্রবর্তী (আঠারো শতকের শ্রেষ্ঠ কবি)( কাব্য: শ্রী ধর্মমঙ্গল)
  • কালিকামঙ্গল ধারার আদি কবি—- কবি কঙ্ক
  • শ্যামা সঙ্গীতের শ্রেষ্ঠ গীতিকার— রামপ্রসাদ সেন
  • মধ্যযুগের প্রথম নাগরিক কবি —-ভারতচন্দ্র রায়গুণাকর
  • মধ্যযুগের শেষ বড় কবি ——ভারতচন্দ্র রায়গুণাকর( মৃত্যু—1760)
  • মধ্যযুগের শ্রেষ্ঠ কবি— মুকুন্দরাম চক্রবর্তী
  • মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল —-বৈষ্ণব পদাবলী
  • বাংলা ভাষার প্রথম শ্রীচৈতন্যের জীবনী লেখেন—- বৃন্দাবন দাস( চৈতন্য ভাগবত)
  • বাংলাদেশের প্রথম শ্রী চৈতন্য জীবনী কাব্য—– চৈতন্য ভাগবত
  • বাংলা ভাষায় সর্বাপেক্ষা তথ্যবহুল শ্রী চৈতন্য জীবনী —-চৈতন্য চরিতামৃত( কবি কৃষ্ণদাস কবিরাজ)
  • বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি —শাহ মুহম্মদ সগীর
  • বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলিম কবি —শাহ মুহম্মদ সগীর
  • বাংলা সাহিত্যের প্রথম মুসলমান মহাকবি— আলাওল
  • বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম অনুবাদ গ্রন্থ—- ইউসুফ-জুলেখা
  • বাংলা সাহিত্যে প্রথম বাংলা ভাষায় রচিত প্রণয়োপখ্যান—- ইউসুফ জুলেখা
  • রোমান্টিক কাব্য ধারার প্রথম কবি আদি কবি —-শাহ মুহাম্মদ সগীর
  • আরকান রাজসভার প্রথম বাঙালি কবি—- দৌলত কাজী বাহরাম খাঁ( সতীময়না লোরচন্দ্রানী)
  • আরকান রাজসভার শ্রেষ্ঠ কবি –আলাওল
  • মর্সিয়া সাহিত্যের আদি কবি—– শেখ ফয়জুল্লাহ
  • নাথ সাহিত্যের আদি কবি —–শেখ ফয়জুল্লাহ( গোরক্ষ বিজয়)
  • প্রথম মর্সিয়া সাহিত্য কর্ম —–জয়নবের চৌতিশা (লেখক শেখ ফয়জুল্লাহ)
  • লোক সাহিত্যের আদি নিদর্শন—- ডাক ও খনার বচন
  • ব্যাসদেব রচিত ভাগবতের প্রথম অনুবাদক—- মালাধর বসুর( শ্রীকৃষ্ণবিজয়)
  • বাল্মিকী রচিত রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক —+কৃত্তিবাস
  • রামায়ণের প্রথম মহিলা অনুবাদক—- চন্দ্রাবতী
  • ব্যাসদেব রচিত মহাভারতের প্রথম অনুবাদক —-কবীন্দ্র পরমেশ্বর
  • ব্যাসদেব রচিত মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক—– কাশীরাম দাস
  • কবি গানের আদি কবি— গোজলা গুই
  • কবি গানের শ্রেষ্ঠ রচয়িতা —-হারু ঠাকুর
  • পুঁথি সাহিত্য ধারার প্রথম কাব্য রচনা করেন কবি—- কৃষ্ণরাম দাস
  • পুঁথি সাহিত্য ধারার প্রথম কাব্য— রায়মঙ্গল( কবি কৃষ্ণ রাম দাস)
  • পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি —–ফকির গরীবুল্লাহ
  • বাংলা গদ্যের প্রাপ্ত প্রাচীনতম নিদর্শন 1555 সালে আসাম রাজাকে লেখা কোচবিহার রাজার একটি পত্র
  • 17 শতকে বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন –’ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ’
  • 17 শতকে বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টা করেন —–ঢাকার ভূষণার জমিদার পুত্র দোম আন্তোনিও নামক এক দেশীয় পাদ্রী
  • বাংলা সাহিত্যে বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ—– ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ
  • বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ 1743 সালে রোমান হরফে পর্তুগালের রাজধানী লিসবনে থেকে প্রকাশ প্রকাশিত হয়
  • বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ— মতি রচিত মিশন সমাচার( 1800)
  • পাঠ্যপুস্তক এর বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন-_— রাজা রামমোহন রায়
  • বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তক —প্রমথ চৌধুরী (‘বীরবলের হালখাতা’ প্রথম চলিত রীতির রচনা)
  • বাংলা অক্ষরে মুদ্রিত বাঙালির লেখা যে গ্রন্থটি ফোর্ট উইলিয়াম কলেজের ছাপাখানা থেকে বের হয় রাজা প্রতাপাদিত্য চরিত্র ( রামরাম বসু 1801)
  • ফোর্ট উইলিয়াম কলেজে সর্বপ্রথম বাংলা বিভাগ চালু হয়েছিল 1801 সালে
  • ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলার উদ্যোগ নেন —উইলিয়াম কেরি
  • ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় বই— কথোপকথন (লেখক উইলিয়াম কেরি)
  • উইলিয়াম কেরির শ্রেষ্ঠ রচনা—– কথোপকথন( ইতিহাসমালা পত্র সংকলন)
  • ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে সবচেয়ে বেশি বই লেখেন—– মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (পাঁচটি বই লেখেন)( সিংহাসনে বসে উপদেশ দিওনা কারন প্রবোধ রাজা যা বেদান্ত বোঝেন)( বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, প্রবোধচন্দ্রিকা, রাজাবলি, বেদান্তচন্দ্রিকা)
  • বাঙালি রচিত প্রথম মৌলিক গ্রন্থ —রাজা প্রতাপাদিত্য চরিত (রামরাম বসু)
  • বাংলা গদ্য সাহিত্য বিকাশে সর্বপ্রথম ভূমিকা রাখে —ফোর্ট উইলিয়াম কলেজ
  • বাংলা সাহিত্যে বাংলা গদ্যে প্রথম আত্মচরিত—— বিদ্যাসাগর চরিত[ লেখক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর( আত্মচরিত)]
  • বাংলা ভাষায় মুদ্রিত প্রথম জীবনচরিত—– রাজা প্রতাপাদিত্য চরিত্র( গদ্যে)
  • বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ( কথ্যরীতির প্রথম নিদর্শন)— কথোপকথন( উইলিয়াম কেরি)
  • বাংলা সাহিত্যের প্রথম গল্প সংগ্রহ—- ইতিহাসমালা (উইলিয়াম কেরি)
  • বাংলা ভাষার প্রথম বাইবেল অনুবাদ করেন— উইলিয়াম কেরি)
  • বাংলা সাহিত্যের প্রথম বাংলা পত্র সাহিত্য—- লিপিমালা( রামরাম বসু)
  • বাংলা গদ্য সাহিত্যে প্রথম শোকগাথা—– প্রভাবতী সম্ভাষণ( ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
  • বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনা—- প্রভাবতী সম্ভাষণ
  • বাংলা উপন্যাস রচনার প্রাথমিক প্রচেষ্টার ফসল— কলিকাতা কমলালয়, নববাবু বিলাস, নববিবি বিলাস
  • বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ বলা হয় —-হেনা ক্যাথরিন ম্যালেন্স রসিত —ফুলমণি ও করুণার বিবরণ (1852)
  • বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস প্যারীচাঁদ মিত্রের— আলালের ঘরে দুলাল
  • বাংলা সাহিত্যের উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ —প্যারীচাঁদ মিত্র
  • বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস —দুর্গেশনন্দিনী (1865)
  • বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক —-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • বাংলা উপন্যাসের জনক—– বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক —-স্বর্ণকুমারী দেবী
  • বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস— কল্পতরু (ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়)
  • বাংলা সাহিত্যে মুসলমান সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস —রত্নাবতী( 1869) মীর মশাররফ হোসেন
  • বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস— কপালকুণ্ডলা
  • বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস —চোখের বালি
  • বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস—– বাঁধনহারা (1927)
  • বাংলা ভাষায় প্রকাশিত প্রথম নাটক (অনুবাদ নাটক) – ১.The disguise ২. Love is the best doctor.
  • বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক —ভদ্রার্জুন 1852 (তারাচরণ শিকদার)
  • বাংলা ভাষার প্রথম কমেডি নাটক —-ভদ্রার্জুন 1852
  • বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি —পদ্মাবতী (মাইকেল মধুসূদন দত্ত)
  • বাংলা ভাষার প্রথম সার্থক নাটক —-শর্মিষ্ঠা( মাইকেল)
  • বাংলা ভাষার প্রথম ট্রাজেডি নাটক—-কীর্তিবিলাস1852 ( যোগেশ চন্দ্র গুপ্ত)
  • বাংলা ভাষার প্রথম সার্থক ট্রাজেডি নাটক—- কৃষ্ণকুমারী (মাইকেল)
  • সম্রাট শাহজাহানের কাহিনী নিয়ে রচিত প্রথম নাটক —শাজাহান (ডি এল রায়)
  • বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার —–মীর মশাররফ হোসেন
  • বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার রচিত নাটক—– বসন্তকুমারী
  • বাংলা সাহিত্যের প্রথম মুসলমান রচিত প্রহসন ——এর উপায় কি
  • বাংলা সাহিত্যের প্রথম রাজনৈতিক নাটক ——নীলদর্পণ( 1860)
  • বাংলাদেশ তথা ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র —-বেঙ্গল গেজেট( 1780) সম্পাদক জেমস অগাস্টাস হিকি
  • বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র—- দিকদর্শন (1818) জন ক্লার্ক মার্শম্যান
  • বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র—- সমাচার দর্পণ( 1818)
  • বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র—– বাঙাল গেজেট( গঙ্গাকিশোর ভট্টাচার্য)
  • মুসলিম সম্পাদিত প্রথম সংবাদপত্র —–সমাচার সভারাজেন্দ্র (শেখ আলীমুল্লাহ)
  • বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র—– সংবাদ প্রভাকর'( 1831) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র—- রংপুর বার্তাবহ( 1847)
  • ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র—– ঢাকা প্রকাশ (1861)
  • বাংলা সাহিত্যে কথ্যরীতি প্রচলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—- সবুজপত্র( 1914)
  • বাংলাদেশের নারীদের প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা ——বেগম
  • ঢাকা থেকে প্রকাশিত বাংলা সাহিত্য পত্রিকা—- শিক্ষা, প্রগতি, ক্রান্তি, লোকায়ত
  • কলকাতা থেকে প্রকাশিত বাংলা সাহিত্য পত্রিকা—– কালি -কলম., কল্লোল
  • বাংলা ভাষাভাষী অঞ্চল এর বাইরে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র— দেশবার্তা( লন্ডন থেকে প্রকাশিত)
  • বাংলা কবিতার প্রাচীন ছন্দ— স্বরবৃত্ত ছন্দ বা ছড়ার ছন্দ
  • আধুনিক যুগের প্রথম বাঙালি মুসলমান কবি —–কায়কোবাদ
  • প্রথম মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা —কায়কোবাদ
  • আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি —-বিহারীলাল চক্রবর্তী
  • আধুনিক যুগের বাংলা সাহিত্যের প্রথম কাব্য —–পদ্মিনী উপাখ্যান, 1858 (রঙ্গলাল সেন)
  • প্রথম মুসলিম মহিলা কবি —-মাহমুদা খাতুন সিদ্দিকা
  • বাংলা ভাষায় প্রথম ইসলামিক গান ও গজল রচনা করেন—– কাজী নজরুল ইসলাম
  • সর্বপ্রথম ইংরেজি আধুনিক কবিতা আলোচনা করেন —-রবীন্দ্রনাথ ঠাকুর
  • টি এস এলিয়টের প্রথম একটি কবিতা অনুবাদ করেন—- রবীন্দ্রনাথ ঠাকুর
  • টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক করেন (পূর্ণাঙ্গ কবিতার বই) —-বিষ্ণু দে
  • সর্বপ্রথম বাংলা কবিতায় আরবি ও ফারসি শব্দের সার্থক প্রয়োগ করেন— মোহিতলাল মজুমদার
  • মোহিতলাল মজুমদার পরবর্তী বাংলা সাহিত্যে আরবি ফারসি সার্থক প্রয়োগ করেন —-কাজী নজরুল ইসলাম
  • অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ দেখা যায়—- পদ্মাবতী নাটকের দ্বিতীয় অঙ্ক
  • অমিত্রাক্ষর ছন্দের প্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ—- তিলোত্তমাসম্ভব কাব্য 1860
  • বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন —–চতুর্দশপদী কবিতাবলী 1866
  • বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য ——-বীরঙ্গনা কাব্য
  • বাংলা সাহিত্যের প্রথম সনেট—— বঙ্গভাষা
  • বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক—- প্রমথ চৌধুরী( সনেট পঞ্চাশৎ)
  • বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য ——মেঘনাদবধ কাব্য( 1861)
  • বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক —-রবীন্দ্রনাথ ঠাকুর
  • বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প —-ভিখারিনী (রবীন্দ্রনাথ ঠাকুর)
  • বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প—- দেনাপাওনা
  • বাংলা সাহিত্যের প্রথম সচেতন ছোটগল্পকার—— স্বর্ণকুমারী দেবী
  • বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকবি—- মাইকেল মধুসূদন দত্ত
  • বাংলা সাহিত্যের আধুনিকতার জনক —-মাইকেল মধুসূদন দত্ত
  • বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য —–মেঘনাদবধ কাব্য (1861)
  • বাংলা বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য লেখেন —কায়কোবাদ
  • বাংলা সাহিত্যের আধুনিক যুগের মুসলমান কর্তৃক রচিত মহাকাব্য— মহাশ্মশান
  • বিবিধ প্রসঙ্গ বাংলা সাহিত্য
  • বঙ্কিমের মতে খাঁটি বাঙালি কবি— ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • মাইকেল কে প্রথম বাঙালি কবি( মেঘনাদবধ কাব্যের জন্য) হিসেবে সংগঠিত করেন— কালীপ্রসন্ন সিংহ
  • বাংলা সাহিত্যের প্রথম ছন্দে রচিত জীবনী গ্রন্থ— চৈতন্যভাগবত বৃন্দাবন দাস
  • বাংলা সাহিত্যে প্রথম যতি বা বিরাম চিহ্নের প্রবর্তক— ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বাংলা সাহিত্যে বিদ্যাসাগর সর্বপ্রথম যতিচিহ্ন ব্যবহার করেন— বেতালপঞ্চবিংশতি( 1847)
  • বাংলা সাহিত্যের প্রথম গদ্য রচয়িতা আত্মচরিত—– বিদ্যাসাগর চরিত
  • শেক্সপিয়ারের নাটকের প্রথম বাংলা গদ্য রূপ দিয়েছেন —- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর( ভ্রান্তিবিলাস—Comedy of errors.)
  • বাংলা সাহিত্যের প্রথম প্রহসন—- বুড়ো শালিকের ঘাড়ে রোঁ ও একেই কি বলে সভ্যতা(1860)
Scroll to Top