প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট নম্বর ১০০, এর মধ্যে লিখিত পরীক্ষার নম্বর ৮০ আর মৌখিক পরীক্ষার নম্বর ২০। যদিও এবার ৭৫ মার্কের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়েছে। বাকি ২৫ নম্বরের মধ্য মৌখিক পরীক্ষার নম্বর ১৫ এবং সার্টিফিকেট এর উপর ১০ নম্বর। লিখিত পরীক্ষা নেয়া হবে এমসিকিউ পদ্ধতিতে। বিষয় গুলো হচ্ছে বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান।
মানবন্টনঃ
১.বাংলা —২০
২. ইংলিশ —২০
৩.গণিত —২০
৪. সাধারম জ্ঞান +দৈনন্দিন বিজ্ঞান + কম্পিউটার —২০
বাংলা – ২০
★ ব্যাকরন—১৬
★ বাংলা সাহিত্য—৪
১.বর্ন ও ধ্বনি,দ্বিরুক্ত শব্দ—১
২. সন্ধি—১
৩. বাক্য শুদ্ধি ও বানান—৩
৪. সমাস—১
৫. প্রকৃতি ও প্রত্যয়— ১
৬. শব্দ—১
৭. বিপরীত শব্দ—১
৮. সমার্থক শব্দ—১
৯.এককথায় প্রকাশ—১
১০.বাগধারা—২
১১.পদ প্রকরন—২
১২.কারক ও বিভক্তি—
১৩. বাক্য প্রকরন—
১৪.উপসর্গ, অনুসর্গ—১
১৫.কাল, যতিচিহ্ন—১
১৬অধুনিক যুগ,রবি,নজরুল—১
১৭.পত্রিকার সম্পাদক, ছদ্মনাম, উপাধি—১
১৮.মুক্তিযুদ্ধ গ্রন্থ,উপন্যাস— ১
গনিত – ২০
পাটিগনিত (১০-১২ টি থাকবে)
১। বাস্তব সংখ্যা (মূলদ, অমূলদ, গুণ ভাগ, ভাজক নির্ণয়, বর্গমূল, মৌলিক সংখ্যা ও বর্গের অন্তর সম্পর্কিত) — ৩টি ****
২। ভগ্নাংশ (ছোট বড় ও সরল সম্পর্কিত) — ১ টি ***
৩। শতকরা — ১ টি ***
৪। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা বা সুদ- ১ টি ***
৫। ঐকিক (কাজ ও সময়, অতিরিক্ত লোক আসা বা চলে যাওয়া, পুরুষ মহিলা বালক, ক ও খ একটি কাজ সম্পর্কিত, ট্রেন, দুরত্ব, নৌকা ও স্রোত) — ২ বা ৩ টি ****
৬। অনুপাত — ১ টি ***
৭। গড় (সংখ্যার গড়, মাতা-পিতা স সন্তানের বয়সের গড়)
৮। লসাগু ও গসাগু — ১টি **
বীজগনিত (৬ টি থাকবে)
১। মান নির্ণয় (x²- √5x+1= 0 হলে, x+1/x, x² + 1/x2, x3 + 1/x3 এর মান, x 1/x = 4 হলে, x + 1/x, x² + 1/x², x² 1/x² এর মান ও মান নির্ণয়ের যত সূত্র ২ টি ****
২। উৎপাদক — ১টি ***
৩। সূচক ও লগারিদম — ১ টি ***
৪। ধারা — ১ বা ২ টি ****
৫। লসাগু ও গসাগু — ১ টি **
জ্যামিতিঃ ৩-৪ টি [রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত
টি ****) + পরিমিতি ও ত্রিকোণমিতি (প্রাইমারি বিগত )