এনটিআরসিএ ১৮তম ভাইভা (মৌখিক) পরীক্ষার জন্য যেসকল কাগজপত্র প্রয়োজন হয়:-
১) নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র।
২) সকল সনদের মূল কপি।
৩) সকল পর্যায়ের মূল নম্বরপত্র বা মার্কশীট।
৪) জাতীয় পরিচয়পত্রের মূল কপি ।
৫) আবেদনে উল্লিখিত ঐচ্ছিক বিষয়ের প্রবেশ পত্র (লাগতেও পারে না লাগতেও পারে।)
বিঃদ্রঃ প্রভিশনাল সনদ গ্রহণযোগ্য।(মুলকপি না থাকলে)
৫ নং না বুঝলে এটা পড়ুন –
ধরেন আপনি ইংরেজি বিষয়ে অনার্স করে ইংরেজি বিষয়ে নিবন্ধন পরীক্ষা দিয়েছেন তাহলে ভাইভাতে আপনার প্রবেশপত্র নেওয়া লাগবে না।
কিন্তু মনে করুন আপনি সামাজিক বিজ্ঞানে পড়ে ইংরেজিতে নিবন্ধন দিয়েছেন কিন্তু আপনি অনার্সে পড়া অবস্থায় ২০০/৩০০ নম্বরের ইংরেজি পরীক্ষা দিয়েছিলেন তাহলে এই ২০০/৩০০ নম্বরের এডমিট কার্ড নিতে হবে।
অর্থাৎ যে বিষয়ে পড়েছেন ঐ বিষয়ে নিবন্ধন দিলে এডমিট নেওয়া লাগবে না।
কিন্তু অন্য বিষয়ে দিলে ঐ বিষয়ে যত নম্বরের পরীক্ষা দিয়েছেন ঐ নম্বরের প্রবেশপত্র নিতে হবে।