আগষ্টের আন্দোলন – ২০২৪

Gen Z 

Gen Z একটি শব্দ, যা Generation Z-এর সংক্ষিপ্ত রূপ। ১৯৯৭-২০১২ সাল এর মধ্যে যারা জন্মগ্রহণ করেন তারা এ প্রজন্মের অন্তর্ভুক্ত। এ প্রজন্মের বর্তমান বয়স ১২-২৭ বছর।

Gen Alpha

জেনারেশন আলফা এ প্রজন্মের জন্মকাল আনুমানিক ২০১২-২০২৪ সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স ০-১২ বছর। এদের মা-বাবারা আবার জেনারেশন ওয়াই বা সহস্রাব্দ প্রজন্মের সদস্য।

গুরুত্বপূর্ণ সাম্প্রতিক  ( বাংলাদেশ ) 

১। ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে ?

উত্তরঃ ৫ আগস্ট ২০২৪

২। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ((IGP) কে? 

উত্তরঃ মোঃ ময়নুল ইসলাম।

২। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কী?উত্তরঃ আহসান এইচ মনসুর।

৩। আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী  প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সার্বভৌম ক্রেডিট রেটিং কত?উত্তরঃ বি প্লাস (B+)

৪। বাংলাদেশ র‍্যাবের মহাপরিচালক কে ? 

উত্তরঃ এ কে এম শহিদুর রহমান । 

৫। ডি এম পি কমিশনার হিসেবে কে নিয়োগ পান ? 

উত্তরঃ  মো: মাইনুল হাসান ৷ 

৬। বাংলাদেশের ২৫ তম প্রধান বিচারপতি হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয় ? 

উত্তরঃ  বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 

৭। ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান উপাচার্য কে ? 

উত্তরঃ  অধ্যাপক নিয়াজ আহমেদ খান। 

৮। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কে ? 

উত্তরঃ অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ । 

৯। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান কে ? 

উত্তরঃ আইনজীবী মো. আসাদুজ্জামান। তিনি বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল।

১০। ত্রিপুরার ডুম্বুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?উত্তরঃ  গোমতী।

১১। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  গঠিত হয় কবে? 

উত্তরঃ  ১ জুলাই ২০২৪।

১২। দেশে প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করার ঘোষণা দেওয়া হয় কবে?উত্তরঃ ১৮ আগস্ট ২০২৪।

১৩। অন্তর্বর্তীকালীন সরকারের কতজন নারী উপদেষ্টা রয়েছে?উত্তরঃ  ৪ জন।

১৪। দেশের ৫০ তম নদীবন্দর কোনটি ? 

উত্তরঃ ভোলাগঞ্জ নদীবন্দর,  সিলেট । 

১৪। বর্তমানে বাংলাদেশে নদীবন্দর কয়টি ? 

উত্তরঃ  ৫০ টি । 

১৫। কোটা আন্দোলনে প্রথম শহিদ কে ? 

উত্তরঃ আবু সাইদ । তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ১৬ জুলাই ২০২৪ সালে মৃত্যুবরণ করেন। 

১৬। মুগ্ধ কত তারিখে শহিদ হয়েছিলেন ? 

উত্তরঃ  মীর মাহফুজুর রহমান মুগ্ধ ১৮ জুলাই ২০২৪ সালে শহিদ হয়েছিলেন। তার ” ভাই পানি লাগবে,  পানি ” কথাটি সারা বাংলাদেশের মানুষকে কাঁদায় ।  

Scroll to Top